পৌরসভা না ইউপি এই দন্ধে  দুই দশক ভোট বঞ্চিত ৫০ হাজার ভোটার 

#
news image

চাঁদপুর মতলব দক্ষিণের নারায়নপুর ইউনিয়ন ও নারায়ণপুর পৌরসভা নিয়ে পক্ষ বিপক্ষের দায়ের করা মামলা জটিলতায় আলোর মুখ দেখছেনা নারায়নপুরবাসী। তাই নারায়নপুর শুধু নামেই পৌরসভা। শুধু তাই নয় স্থানীয় নির্বাচনে দীর্ঘ দুই দশক ভোট বঞ্চিত সাধারণ মানুষ। সমস্যা নিরসন করে ভোট চান তারা।

জানা যায়, ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই বছর ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়নপুর পৌরসভা গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। এরপর থেকেই ঝুলে আছে নির্বাচন। যদিও সাধারণ মানুষ চায় সকল সমস্যার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচন দেয়া হোক।

পাশাপাশি ইউনিয়ন নয় পৌরসভার পক্ষে মত দিয়েছেন সচেতন মহল। বিষয়টি হাইকোর্টের সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয় চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। 
এদিকে মামলা জটিলতা নিরসন হলেই নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া যাবে বলে জানান নির্বাচন কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া।

উল্লেখ্য ৯.২ বর্গ কিলোমিটার এ পৌরসভার প্রায় ৫০হাজার জনগণ নিজের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার জোর দাবি জানিয়ে আসছেন ২০ বছর ধরে।

শহিদুল ইসলাম খোকন, মতলব উত্তর

০৪ মার্চ, ২০২৩,  7:02 PM

news image

চাঁদপুর মতলব দক্ষিণের নারায়নপুর ইউনিয়ন ও নারায়ণপুর পৌরসভা নিয়ে পক্ষ বিপক্ষের দায়ের করা মামলা জটিলতায় আলোর মুখ দেখছেনা নারায়নপুরবাসী। তাই নারায়নপুর শুধু নামেই পৌরসভা। শুধু তাই নয় স্থানীয় নির্বাচনে দীর্ঘ দুই দশক ভোট বঞ্চিত সাধারণ মানুষ। সমস্যা নিরসন করে ভোট চান তারা।

জানা যায়, ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নটিকে পৌরসভা ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই বছর ১৫ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় নারায়নপুর পৌরসভা গেজেট প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। এরপর থেকেই ঝুলে আছে নির্বাচন। যদিও সাধারণ মানুষ চায় সকল সমস্যার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচন দেয়া হোক।

পাশাপাশি ইউনিয়ন নয় পৌরসভার পক্ষে মত দিয়েছেন সচেতন মহল। বিষয়টি হাইকোর্টের সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয় চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। 
এদিকে মামলা জটিলতা নিরসন হলেই নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া যাবে বলে জানান নির্বাচন কর্মকর্তা মো. আবু জাহের ভূঁইয়া।

উল্লেখ্য ৯.২ বর্গ কিলোমিটার এ পৌরসভার প্রায় ৫০হাজার জনগণ নিজের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার জোর দাবি জানিয়ে আসছেন ২০ বছর ধরে।