জামালপুরে ৫ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু 

#
news image

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে এই গ্রন্থমেলার উদ্বোধন করা হয়। 

জেলা প্রশাসন আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান ছানা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ তার বিরোধীতা করে মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন গড়ে তুলেছিল। ১৯৫২ সালে শহীদের রক্তের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জন করি। মূলত ৫২ সালেই সেই ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা ও মুক্তির আন্দোলনে রূপ নেয়, যার ফলে ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পেয়েছে। 

আসমাউল আসিফ, জামালপুর 

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  12:05 PM

news image

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে এই গ্রন্থমেলার উদ্বোধন করা হয়। 

জেলা প্রশাসন আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান ছানা, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এদেশের জনগণ তার বিরোধীতা করে মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন গড়ে তুলেছিল। ১৯৫২ সালে শহীদের রক্তের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষার স্বীকৃতি অর্জন করি। মূলত ৫২ সালেই সেই ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা ও মুক্তির আন্দোলনে রূপ নেয়, যার ফলে ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করি।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পেয়েছে।