৩৫ বলে সৌম্য সরকারের ৮২ রানের ঝড়
নাগরিক প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৩, 11:10 AM
৩৫ বলে সৌম্য সরকারের ৮২ রানের ঝড়
সদ্যঃসমাপ্ত বিপিএলে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি সৌম্য সরকার। বিপিএল শেষে জাতীয় দলের একসময়ের এই তারকা এখন ‘খ্যাপ’ খেলছেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে তিনি ৩৫ বলে ৮২ রানের একটি হারিকেন ইনিংস খেলে মাঠ মাতিয়েছেন। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তবে সৌম্য এদিন আউট হননি, তিনি স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরেছেন। গতকাল রোববার ছিল কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্স যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ম্যাচে সৌম্য সরকার কুলাউড়ার মৌসুমী যুবসংঘের হয়ে ওপেন করতে মাঠে নামেন।
প্রতিপক্ষ সোনার বাংলা যুব সংঘের দেওয়া ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৩৫ বলে ৮ ছক্কা আর ৪ বাউন্ডারিতে অপরাজিত ৮২ রান এবং স্থানীয় ব্যাটার সুমন মালাকারের ৩৮ বলে ৭৫ রানের ওপর ভর করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় মৌসুমী যুবসংঘ। অলরাউন্ড নৈপুণ্যে সৌম্য সরকার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সোনার বাংলা যুবসংঘের খেলোয়াড় মাহফুজুর রহমান সাকি।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্সের আলতাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও শিক্ষক আব্দুছ ছালাম, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব এহসান আহমেদ টিপু প্রমুখ।
নাগরিক প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৩, 11:10 AM
সদ্যঃসমাপ্ত বিপিএলে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি সৌম্য সরকার। বিপিএল শেষে জাতীয় দলের একসময়ের এই তারকা এখন ‘খ্যাপ’ খেলছেন।
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে তিনি ৩৫ বলে ৮২ রানের একটি হারিকেন ইনিংস খেলে মাঠ মাতিয়েছেন। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। তবে সৌম্য এদিন আউট হননি, তিনি স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরেছেন। গতকাল রোববার ছিল কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্স যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। ম্যাচে সৌম্য সরকার কুলাউড়ার মৌসুমী যুবসংঘের হয়ে ওপেন করতে মাঠে নামেন।
প্রতিপক্ষ সোনার বাংলা যুব সংঘের দেওয়া ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৩৫ বলে ৮ ছক্কা আর ৪ বাউন্ডারিতে অপরাজিত ৮২ রান এবং স্থানীয় ব্যাটার সুমন মালাকারের ৩৮ বলে ৭৫ রানের ওপর ভর করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় মৌসুমী যুবসংঘ। অলরাউন্ড নৈপুণ্যে সৌম্য সরকার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সোনার বাংলা যুবসংঘের খেলোয়াড় মাহফুজুর রহমান সাকি।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্সের আলতাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও শিক্ষক আব্দুছ ছালাম, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব এহসান আহমেদ টিপু প্রমুখ।