কাল থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা

#
news image

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার থেকে ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে তিনদিন ব্যপী অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। 

আগামীকাল সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী, এমপি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)সচিব পরিমল সিংহ। 

প্রতিযোগিতায় আটটি বিভাগ থেকে শীর্ষ দুটি দল অংশ নিচ্ছে। অংশগ্রহনকারী দলগুলো হলো : ঢাকা বিভাগ- কিশোরগঞ্জ ও ফরিদপুর, চট্টগ্রাম বিভাগ- রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, রংপুর বিভাগ- লালমনিরহাট ও দিনাজপুর, বরিশাল বিভাগ- বরিশাল ও বরগুনা, ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগ- সিলেট ও সুনামগঞ্জ, খুলনা বিভাগ- মাগুড়া ও খুলনা, রাজশাহী বিভাগ- রাজশাহী  ও সিরাজগঞ্জ জেলা।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  9:07 PM

news image

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার থেকে ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হচ্ছে তিনদিন ব্যপী অনুর্ধ্ব-১৫ আন্ত:বিভাগীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। 

আগামীকাল সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী, এমপি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)সচিব পরিমল সিংহ। 

প্রতিযোগিতায় আটটি বিভাগ থেকে শীর্ষ দুটি দল অংশ নিচ্ছে। অংশগ্রহনকারী দলগুলো হলো : ঢাকা বিভাগ- কিশোরগঞ্জ ও ফরিদপুর, চট্টগ্রাম বিভাগ- রাঙ্গামাটি ও খাগড়াছড়ি, রংপুর বিভাগ- লালমনিরহাট ও দিনাজপুর, বরিশাল বিভাগ- বরিশাল ও বরগুনা, ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ ও নেত্রকোনা, সিলেট বিভাগ- সিলেট ও সুনামগঞ্জ, খুলনা বিভাগ- মাগুড়া ও খুলনা, রাজশাহী বিভাগ- রাজশাহী  ও সিরাজগঞ্জ জেলা।