ক্রোয়াটদের বিধ্বস্ত করে ফাইনালে দুর্দান্ত আর্জেন্টিনা

#
news image

হাতুড়ির শত আঘাতে তালা না ভাঙলেও খুলে যায় চাবির এক খোঁচায়। ক্রোয়েশিয়ার শক্ত রক্ষণ কৌশলের ওই চাবি দিয়ে খুলেছেন লিওনেল স্কালোনি-লিওনেল মেসির আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকের ল্যাতিন স্টাইলের সফল প্রয়োগ দিখিয়েছেন। তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ দিয়েছেন ক্লিনিক্যাল ফিনিস। তাদের জাদুতে ক্রোয়াটদের ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে আলবিসেলেস্তেরা।

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২২,  2:57 AM

news image

হাতুড়ির শত আঘাতে তালা না ভাঙলেও খুলে যায় চাবির এক খোঁচায়। ক্রোয়েশিয়ার শক্ত রক্ষণ কৌশলের ওই চাবি দিয়ে খুলেছেন লিওনেল স্কালোনি-লিওনেল মেসির আর্জেন্টিনা। কাউন্টার অ্যাটাকের ল্যাতিন স্টাইলের সফল প্রয়োগ দিখিয়েছেন। তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ দিয়েছেন ক্লিনিক্যাল ফিনিস। তাদের জাদুতে ক্রোয়াটদের ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে আলবিসেলেস্তেরা।