মেসি-আলভারেজ জুটিতে ৩-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

#
news image

দুর্দান্ত মেসি, অবিশ্বাস্য আলভারেজ। আবারো মেসি-আলভারেজ কম্বিনেশনে বিশ্বকাপের সেমিফাইনালে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

ম্যাচের ৬৯ মিনিটে দারুণভাবে মাঝমাঠ থেকে একা বল নিয়ে ডিবক্সের ভেতরে ডিফেন্ডার ভার্ডিওলকে কাটিয়ে ডিবক্সের ভেতর আলভারেজকে পাস দিলে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন মেসি।

 

বিশ্বকাপে এটি আলভারেজের ৪র্থ গোল। এবং মেসির ৮ম এসিস্ট।

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২২,  2:35 AM

news image

দুর্দান্ত মেসি, অবিশ্বাস্য আলভারেজ। আবারো মেসি-আলভারেজ কম্বিনেশনে বিশ্বকাপের সেমিফাইনালে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা।

ম্যাচের ৬৯ মিনিটে দারুণভাবে মাঝমাঠ থেকে একা বল নিয়ে ডিবক্সের ভেতরে ডিফেন্ডার ভার্ডিওলকে কাটিয়ে ডিবক্সের ভেতর আলভারেজকে পাস দিলে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিলেন মেসি।

 

বিশ্বকাপে এটি আলভারেজের ৪র্থ গোল। এবং মেসির ৮ম এসিস্ট।