যেকোনো মূল্যে জিততে চান ডি পল

#
news image

বিশ্বকাপ জিততে আর মাত্র দুই ধাপ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে। তবে ইতোমধ্যেই কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে। সবকিছু নিজেদের পরিকল্পনা মতো বাস্তবায়ন করতে পারলে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ট্রফির মালিক হতে পারেন লিওনেল মেসি। তবে সেক্ষত্রে সেমিফাইনাল-ফাইনালে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে মেসি-মার্টিনেজদের। সব ধরনের বাধা উতরে যেতে অবশ্য বধপরিখর রদ্রিগো ডি পল।
 
লিওনেল মেসির বডিগার্ডখ্যাত রদ্রিগো ডি পলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেই ছিল শঙ্কা। তবে ইনজুরির সে বাধা টপকে মাঠে নেমেছিলেন তিনি। দলকে তুলেছেন সেমির মঞ্চে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে এবার আরও উজ্জীবিত ডি পল। জানালেন, আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত তিনি। 

দেশকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে তিনি সবকিছু উজাড় কর দিতে চান ডি পল। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনা তোমার জন্য, আমাদের জন্য, দেশের জন্য। কাল (আজ) আমরা যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকব।’

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে আর্জেন্টিনার প্রয়োজন আর মাত্র দুটি জয়। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেই স্বপ্নের ফাইনাল। এ ম্যাচে দারুণ কিছু করতে চান ডি পল। নিজের ইনস্টাগ্রামে এই পোস্টে লক্ষ্যটাই পরিষ্কার করেছেন দি পল। যেখানে একটি ভিডিও সংযুক্ত করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা। সেই ভিডিওতে দলের রুদ্ধশ্বাস জয় উদযাপন করতে দেখা যায় ডি পলকে। 

নিজস্ব সংবাদদাতা

১৩ ডিসেম্বর, ২০২২,  10:25 PM

news image

বিশ্বকাপ জিততে আর মাত্র দুই ধাপ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে। তবে ইতোমধ্যেই কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে। সবকিছু নিজেদের পরিকল্পনা মতো বাস্তবায়ন করতে পারলে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ট্রফির মালিক হতে পারেন লিওনেল মেসি। তবে সেক্ষত্রে সেমিফাইনাল-ফাইনালে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে মেসি-মার্টিনেজদের। সব ধরনের বাধা উতরে যেতে অবশ্য বধপরিখর রদ্রিগো ডি পল।
 
লিওনেল মেসির বডিগার্ডখ্যাত রদ্রিগো ডি পলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেই ছিল শঙ্কা। তবে ইনজুরির সে বাধা টপকে মাঠে নেমেছিলেন তিনি। দলকে তুলেছেন সেমির মঞ্চে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে এবার আরও উজ্জীবিত ডি পল। জানালেন, আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত তিনি। 

দেশকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে তিনি সবকিছু উজাড় কর দিতে চান ডি পল। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনা তোমার জন্য, আমাদের জন্য, দেশের জন্য। কাল (আজ) আমরা যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকব।’

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে আর্জেন্টিনার প্রয়োজন আর মাত্র দুটি জয়। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেই স্বপ্নের ফাইনাল। এ ম্যাচে দারুণ কিছু করতে চান ডি পল। নিজের ইনস্টাগ্রামে এই পোস্টে লক্ষ্যটাই পরিষ্কার করেছেন দি পল। যেখানে একটি ভিডিও সংযুক্ত করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা। সেই ভিডিওতে দলের রুদ্ধশ্বাস জয় উদযাপন করতে দেখা যায় ডি পলকে।