পাঠ্যবইয়ের ভুল সংশোধনে এনসিটিবিকে দু’সপ্তাহ সময় দিল হাইকোর্ট

#
news image

পাঠ্যবইয়ে ভুল সংশোধন করে দু’সপ্তাহ পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবির চেয়ারম্যানকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে এ নির্দেশ দেয় বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে ভুল তথ্য ছিল। এরপরও ভুলগুলো সংশোধন না করায় তার ব্যাখ্যা দিতে এনসিটিবি চেয়ারম্যানকে তলব করা হয়।

এনসিটিবি চেয়ারম্যান হাজির হওয়ার পর ভুল সংশোধনে দুই সপ্তাহ সময় দিয়ে এ আদেশ দেয় উচ্চ আদালত। রিটকারী আইনজীবী বলেন, ২০২১ সালে পাঠ্যবইয়ে ভুলের প্রশ্নে রুল জারি করেছিলে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  9:53 PM

news image

পাঠ্যবইয়ে ভুল সংশোধন করে দু’সপ্তাহ পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড- এনসিটিবির চেয়ারম্যানকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে এ নির্দেশ দেয় বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে ভুল তথ্য ছিল। এরপরও ভুলগুলো সংশোধন না করায় তার ব্যাখ্যা দিতে এনসিটিবি চেয়ারম্যানকে তলব করা হয়।

এনসিটিবি চেয়ারম্যান হাজির হওয়ার পর ভুল সংশোধনে দুই সপ্তাহ সময় দিয়ে এ আদেশ দেয় উচ্চ আদালত। রিটকারী আইনজীবী বলেন, ২০২১ সালে পাঠ্যবইয়ে ভুলের প্রশ্নে রুল জারি করেছিলে হাইকোর্ট।