শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

সম্পাদক খালিদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

#
news image

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলমান থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এ নির্দেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিডিনিউজ সম্পাদকের আইনজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব জানান, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।

নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত থেকে তিনি জামিন পান।

ওই বছরের ৩০ জুলাই দুদক বিভিন্ন ব্যাংকে ‘আইনি উত্স’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান বলেন, খালিদী 'ভুয়া নথি' তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন। তবে খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

 

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  11:34 PM

news image

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলমান থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এ নির্দেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিডিনিউজ সম্পাদকের আইনজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব জানান, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।

নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত থেকে তিনি জামিন পান।

ওই বছরের ৩০ জুলাই দুদক বিভিন্ন ব্যাংকে ‘আইনি উত্স’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান বলেন, খালিদী 'ভুয়া নথি' তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন। তবে খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।