শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কার্ডের ছড়াছড়ি

#
news image

গতকাল কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম হলুদ কার্ডের মুখ দেখলেন স্বাগতিক দেশ কাতারের গোলরক্ষক সাদ আল শিব। এই গোলরক্ষকের হলুদ কার্ডেই পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর, আর তাতেই ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়ার দল। 

এরপর প্রথমার্ধে আরো দুটি হলুদ কার্ড দেখে কাতার। ম্যাচের ২২ ও ৩৬ মিনিটে কার্ড দেখেন আল মোয়াজ আলি এবং কারিম বউদিয়াফ। এর কিছুক্ষণ পরেই ইকুয়েডরের কাইসেদো একটি হলুদ  কার্ড দেখলে প্রথমার্ধ শেষে ৪টি হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ইকুয়েডরের খেলোয়াড় মেন্ডেজ ফাউল করে বসলে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। এরপর ৭৮ মিনিটে কাতারের আকরাম আফিফ হলুদ কার্ড দেখলে ৬টি কার্ডের রেকর্ড হয় এই ম্যাচে। আর তাতেই ১৯৯৪ সালের উদ্বোধনী ম্যাচের পর সর্বোচ্চ কার্ডের ম্যাচে পরিণত হয় এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। এর আগে ১৯৯৪ তে জার্মানি আর বলিভিয়ার ম্যাচে ৬ হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ডও দেখাতে হয়েছিলো রেফারিকে।

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  1:58 AM

news image

গতকাল কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম হলুদ কার্ডের মুখ দেখলেন স্বাগতিক দেশ কাতারের গোলরক্ষক সাদ আল শিব। এই গোলরক্ষকের হলুদ কার্ডেই পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর, আর তাতেই ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়ার দল। 

এরপর প্রথমার্ধে আরো দুটি হলুদ কার্ড দেখে কাতার। ম্যাচের ২২ ও ৩৬ মিনিটে কার্ড দেখেন আল মোয়াজ আলি এবং কারিম বউদিয়াফ। এর কিছুক্ষণ পরেই ইকুয়েডরের কাইসেদো একটি হলুদ  কার্ড দেখলে প্রথমার্ধ শেষে ৪টি হলুদ কার্ড দেখাতে হয় রেফারিকে।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ইকুয়েডরের খেলোয়াড় মেন্ডেজ ফাউল করে বসলে হলুদ কার্ড দেখাতে বাধ্য হন রেফারি। এরপর ৭৮ মিনিটে কাতারের আকরাম আফিফ হলুদ কার্ড দেখলে ৬টি কার্ডের রেকর্ড হয় এই ম্যাচে। আর তাতেই ১৯৯৪ সালের উদ্বোধনী ম্যাচের পর সর্বোচ্চ কার্ডের ম্যাচে পরিণত হয় এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। এর আগে ১৯৯৪ তে জার্মানি আর বলিভিয়ার ম্যাচে ৬ হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ডও দেখাতে হয়েছিলো রেফারিকে।