ভাড়া নিয়ে দরদাম করা যাবে পাঠাও অ্যাপে

#
news image

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, প্রচলিত রাইড শেয়ারিং মডেলে একজন গ্রাহক অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়ার অনুরোধ করলে প্রথমে তা চালকের কাছে যায় এবং অ্যাপের অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভাড়া নির্ধারণ করা হয়। নতুন পদ্ধতিতে যাত্রীরা অ্যাপে দেখানো ভাড়া ছাড়াও নিজেদের পছন্দমতো ভাড়া প্রস্তাব করতে পারবেন। যাত্রীর প্রস্তাব একাধিক চালকের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ঠিক একইভাবে চালকেরা গন্তব্যে যাওয়ার জন্য পছন্দমতো ভাড়া বলতে পারবেন। শুধু তা–ই নয়, গন্তব্য পছন্দ করতে পারবেন তাঁরা।

পাঠাওয়ের দাবি, নতুন এ পদ্ধতিতে যাত্রীরা পছন্দমতো ভাড়া নির্ধারণের মাধ্যমে দ্রুত গাড়িসেবা ব্যবহারের সুযোগ পাবেন। চালকেরাও বেশি আয় করবেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ জানিয়েছেন, রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ যাত্রী এবং চালকদের হাতে তুলে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  1:31 AM

news image

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও জানিয়েছে, প্রচলিত রাইড শেয়ারিং মডেলে একজন গ্রাহক অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়ার অনুরোধ করলে প্রথমে তা চালকের কাছে যায় এবং অ্যাপের অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভাড়া নির্ধারণ করা হয়। নতুন পদ্ধতিতে যাত্রীরা অ্যাপে দেখানো ভাড়া ছাড়াও নিজেদের পছন্দমতো ভাড়া প্রস্তাব করতে পারবেন। যাত্রীর প্রস্তাব একাধিক চালকের কাছে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ঠিক একইভাবে চালকেরা গন্তব্যে যাওয়ার জন্য পছন্দমতো ভাড়া বলতে পারবেন। শুধু তা–ই নয়, গন্তব্য পছন্দ করতে পারবেন তাঁরা।

পাঠাওয়ের দাবি, নতুন এ পদ্ধতিতে যাত্রীরা পছন্দমতো ভাড়া নির্ধারণের মাধ্যমে দ্রুত গাড়িসেবা ব্যবহারের সুযোগ পাবেন। চালকেরাও বেশি আয় করবেন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ জানিয়েছেন, রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ যাত্রী এবং চালকদের হাতে তুলে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।