শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

কেক কেটে মুশির পাঁচ হাজার উদযাপন

#
news image

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৫ রান করেন দলের ব্যাটার মুশফিকুর রহিম। এই ইনিংস খেলার পথে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। আর বিশ্বের ৯৯তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশি।
মুশফিকের এমন অর্জনকে আরও বেশি স্মরনীয় করতে দিনের খেলা শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে কেক কাটা হয়। দলের খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন মুশফিক। তখন দলের সকলেই করতালি দেন। এরপর কেক কেটে দলের ওপেনার মাহমুদুল হাসান জয়কে খাইয়ে দেন মুশি।
বুধবার চতুর্থ দিনের খেলা শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং কোচ জেমি সিডন্স, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, স্পিনার তাইজুলসহ অন্যান্য স্টাফ ও ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন মুশি। তার পাঁচ হাজারে যেন বাড়তি উচ্ছ্বাস ছিল তামিমের। 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেছেন, প্রথম পাঁচ হাজার রান করায় তামিম তাকে অভিনন্দন জানিয়েছে। তবে মুশফিকের আগে পাঁচ হাজার রানের কীর্তি গড়তে পারতেন তামিম। তিনি ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ার সময় পাঁচ হাজার রান থেকে মাত্র ১৯ রান দূরে ছিলেন। 
চতুর্থ দিন তামিমের আগে তাই মুশফিক পাঁচ হাজার রান পূরণ করেন। একই টেস্টের একই ইনিংসে দেশ সেরা দুই টেস্ট ব্যাটারের পাঁচ হাজার পূরণ হয়ে যেতে পারতো। তবে চতুর্থ দিন লিটন দাস আউট হওয়ার পরে ক্রিজে ফিরে তামিম কোন রান যোগ করতে পারেননি। ওই ১৩৩ রানেই বোল্ড হন। 
সংবাদ সম্মেলনে মুশি জানান, তামিমের আগে পাঁচ হাজার রান হলে তার ভালো লাগতো, ‘আমার মতে, আপনি যেটা করেন তার চেয়ে আপনার ভাই, আপনার সতীর্থ ভালো কিছু করলে খুবই ভালো লাগে। আলাদা একটা অনুভুতি হয়। তামিমের পাঁচ হাজার রান হলে আরও ভালো লাগতো।

প্রভাতী খবর ডেস্ক

২০ মে, ২০২২,  12:22 AM

news image

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১০৫ রান করেন দলের ব্যাটার মুশফিকুর রহিম। এই ইনিংস খেলার পথে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেন তিনি। আর বিশ্বের ৯৯তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশি।
মুশফিকের এমন অর্জনকে আরও বেশি স্মরনীয় করতে দিনের খেলা শেষে বাংলাদেশের ড্রেসিং রুমে কেক কাটা হয়। দলের খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন মুশফিক। তখন দলের সকলেই করতালি দেন। এরপর কেক কেটে দলের ওপেনার মাহমুদুল হাসান জয়কে খাইয়ে দেন মুশি।
বুধবার চতুর্থ দিনের খেলা শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ব্যাটিং কোচ জেমি সিডন্স, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, স্পিনার তাইজুলসহ অন্যান্য স্টাফ ও ক্রিকেটারদের নিয়ে কেক কাটেন মুশি। তার পাঁচ হাজারে যেন বাড়তি উচ্ছ্বাস ছিল তামিমের। 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক বলেছেন, প্রথম পাঁচ হাজার রান করায় তামিম তাকে অভিনন্দন জানিয়েছে। তবে মুশফিকের আগে পাঁচ হাজার রানের কীর্তি গড়তে পারতেন তামিম। তিনি ১৩৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়ার সময় পাঁচ হাজার রান থেকে মাত্র ১৯ রান দূরে ছিলেন। 
চতুর্থ দিন তামিমের আগে তাই মুশফিক পাঁচ হাজার রান পূরণ করেন। একই টেস্টের একই ইনিংসে দেশ সেরা দুই টেস্ট ব্যাটারের পাঁচ হাজার পূরণ হয়ে যেতে পারতো। তবে চতুর্থ দিন লিটন দাস আউট হওয়ার পরে ক্রিজে ফিরে তামিম কোন রান যোগ করতে পারেননি। ওই ১৩৩ রানেই বোল্ড হন। 
সংবাদ সম্মেলনে মুশি জানান, তামিমের আগে পাঁচ হাজার রান হলে তার ভালো লাগতো, ‘আমার মতে, আপনি যেটা করেন তার চেয়ে আপনার ভাই, আপনার সতীর্থ ভালো কিছু করলে খুবই ভালো লাগে। আলাদা একটা অনুভুতি হয়। তামিমের পাঁচ হাজার রান হলে আরও ভালো লাগতো।