শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

‘এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে কাউকে দেখিনি’

#
news image

৫৩ বলে ৮২ রান। সাজানো ৬ চার ও ৪ ছক্কায়। বিরাট কোহলির ১৫৪.৭১ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটি শুধুমাত্র ইনিংসের ফ্রেমে বন্দি রাখলে ভুল হবে।এই ইনিংস ভারত-পাকিস্তানের ম্যাচের ক্যানভাসের চেয়েও বড়। বৃহৎ এর তাৎপর্য। গভীরতা খুঁজতে হবে অনন্তকাল। ভালোবাসায় মাখা এর প্রতিটি রান, প্রতিটি শট, প্রতিটি মুহুর্ত।

ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আর উত্তেজনা ছড়াবে না তা কি করে হয়? মেলবোর্নেও হলো। ৯০ হাজার ২৯৩ দর্শকের সামনে বিরাট দেখালেন তার ক্লাস শো। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬০ রানের জবাবে অন্যান্য ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন বিরাট নিজের কারিশমা দেখালেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ছক কষা ইনিংস দেখে রীতিমত মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ছড়িয়ে পড়ল সেই মুগ্ধতা।

মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘কোহলির ৭১টা এক’শ-র অনেকগুলো দেখেছি, কিন্তু এরকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না। উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেড করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার এ্যাটাক করা তাও সাকসেসফুলি। কি পরিমাণ কনফিডেন্স নিজের প্রতি!’, ‘একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নাই এবং তার খারাপ সময়টা ছিল জাস্ট ফ্লুক।’ ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই, আর দেখলেও এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।’ ‘হোয়াট এ ব্যাটসম্যানশিপ। এ কিং ইজ অলওয়েজ কিং।’

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২,  11:57 PM

news image

৫৩ বলে ৮২ রান। সাজানো ৬ চার ও ৪ ছক্কায়। বিরাট কোহলির ১৫৪.৭১ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটি শুধুমাত্র ইনিংসের ফ্রেমে বন্দি রাখলে ভুল হবে।এই ইনিংস ভারত-পাকিস্তানের ম্যাচের ক্যানভাসের চেয়েও বড়। বৃহৎ এর তাৎপর্য। গভীরতা খুঁজতে হবে অনন্তকাল। ভালোবাসায় মাখা এর প্রতিটি রান, প্রতিটি শট, প্রতিটি মুহুর্ত।

ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আর উত্তেজনা ছড়াবে না তা কি করে হয়? মেলবোর্নেও হলো। ৯০ হাজার ২৯৩ দর্শকের সামনে বিরাট দেখালেন তার ক্লাস শো। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬০ রানের জবাবে অন্যান্য ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন বিরাট নিজের কারিশমা দেখালেন। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ছক কষা ইনিংস দেখে রীতিমত মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ছড়িয়ে পড়ল সেই মুগ্ধতা।

মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘কোহলির ৭১টা এক’শ-র অনেকগুলো দেখেছি, কিন্তু এরকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না। উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেড করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার এ্যাটাক করা তাও সাকসেসফুলি। কি পরিমাণ কনফিডেন্স নিজের প্রতি!’, ‘একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নাই এবং তার খারাপ সময়টা ছিল জাস্ট ফ্লুক।’ ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই, আর দেখলেও এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।’ ‘হোয়াট এ ব্যাটসম্যানশিপ। এ কিং ইজ অলওয়েজ কিং।’