শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

ইউনাইটেড নিয়ে পিটারসেনের বিস্ফোরক মন্তব্য

#
news image

ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন কেভিন পিটারসেন। পর্তুগিজ ফরোয়ার্ডের অসম্মান মেনে নিতে পারছেন না সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। এতটাই চটেছেন যে, ইউনাইটেড একজন ভাঁড় দ্বারা পরিচালিত হচ্ছে বলেও তীর্যক মন্তব্য করেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগে ৮৯তম মিনিটে টানেলের দিকে চলে যান তিনি। ওই ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। শৃঙ্খলা ভাঙায় শাস্তির খড়গ নেমে এসেছে রোনালদোর কাঁধে। চেলসির বিপক্ষে শনিবারের লিগ ম্যাচের দলে ঠাঁই হয়নি তার। রোনালদোর প্রতি ইউনাইটেডের আচরণ দেখে তবু চুপ ছিলেন পিটারসেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পিটারসেনের ছবি ব্যবহার করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিলে ফুঁসে ওঠেন তিনি। ফুটবলের মহাতারকাদের একজন রোনালদোও। সাম্প্রতিক সময়ে তার প্রতি ইউনাইটেডের আচরণে ক্ষুব্ধ পিটারসেন ওই পোস্টের নিচে বিস্ফোরক মন্তব্য করেন। “দয়া করে আমার ছবিটা নামান; ভাঁড় দ্বারা পরিচালিত একটা ক্লাব, যারা আমাদের সময়ের সেরা ফুটবলারকে অশ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমি থাকতে চাই না। ক্রিস্তিয়ানো বস। ওই ভাঁড়টাকে কেউ কখনও মনে রাখবে না, তার জেগে ওঠা দরকার।” ভাঁড় বলতে পিটারসেন হয়তো কোচ টেন হাগকে বুঝিয়েছেন। তার ওই মন্তব্যের পর স্ট্যাটাস মুছে ফেলেছে ইউনাইটেড।

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  11:39 PM

news image

ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে চলা টানাপোড়েনের মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন কেভিন পিটারসেন। পর্তুগিজ ফরোয়ার্ডের অসম্মান মেনে নিতে পারছেন না সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। এতটাই চটেছেন যে, ইউনাইটেড একজন ভাঁড় দ্বারা পরিচালিত হচ্ছে বলেও তীর্যক মন্তব্য করেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগে ৮৯তম মিনিটে টানেলের দিকে চলে যান তিনি। ওই ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। শৃঙ্খলা ভাঙায় শাস্তির খড়গ নেমে এসেছে রোনালদোর কাঁধে। চেলসির বিপক্ষে শনিবারের লিগ ম্যাচের দলে ঠাঁই হয়নি তার। রোনালদোর প্রতি ইউনাইটেডের আচরণ দেখে তবু চুপ ছিলেন পিটারসেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পিটারসেনের ছবি ব্যবহার করে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিলে ফুঁসে ওঠেন তিনি। ফুটবলের মহাতারকাদের একজন রোনালদোও। সাম্প্রতিক সময়ে তার প্রতি ইউনাইটেডের আচরণে ক্ষুব্ধ পিটারসেন ওই পোস্টের নিচে বিস্ফোরক মন্তব্য করেন। “দয়া করে আমার ছবিটা নামান; ভাঁড় দ্বারা পরিচালিত একটা ক্লাব, যারা আমাদের সময়ের সেরা ফুটবলারকে অশ্রদ্ধা করে, তাদের সঙ্গে আমি থাকতে চাই না। ক্রিস্তিয়ানো বস। ওই ভাঁড়টাকে কেউ কখনও মনে রাখবে না, তার জেগে ওঠা দরকার।” ভাঁড় বলতে পিটারসেন হয়তো কোচ টেন হাগকে বুঝিয়েছেন। তার ওই মন্তব্যের পর স্ট্যাটাস মুছে ফেলেছে ইউনাইটেড।