টিআইবি নিজেরাই অস্বচ্ছ: স্বাস্থ্যমন্ত্রী

#
news image

কোভিড-১৯ এর টিকাসহ সামগ্রিক বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজেরাই ইনট্রান্সপারেন্ট (অস্বচ্ছ)।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিআইবির সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে টিআইবি স্বাস্থ্য সেক্টর নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে এটা খুবই দুঃখজনক। তারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের সব দেশ বা সংস্থা প্রশংসা করেছে বাংলাদেশকে। বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা বাংলাদেশের প্রশংসা করেছে।

অথচ টিআইবি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে আমরা করোনা শনাক্ত করতে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করিনি। এটা একেবারেই মিথ্যা প্রতিবেদন। তিনি বলেন, করোনা শনাক্তে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাহিদ মালেক বলেন, শুধুমাত্র জনগণের কাছে ভুল তথ্য দেওয়ার জন্য এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। করোনার জন্য যে সরঞ্জাম কেনা হয়েছে তার ব্যবহার করা হয়নি এমন তথ্যও সঠিক নয়। আমরা সারা দেশের হাসপাতালগুলোতে সরঞ্জাম পৌঁছে দিয়েছি।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৫ এপ্রিল, ২০২২,  6:57 PM

news image
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নিজেরাই অস্বচ্ছ বলে দাবী করেছেন স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী জাহিদ মালেক।

কোভিড-১৯ এর টিকাসহ সামগ্রিক বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিজেরাই ইনট্রান্সপারেন্ট (অস্বচ্ছ)।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে টিআইবির সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে টিআইবি স্বাস্থ্য সেক্টর নিয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে এটা খুবই দুঃখজনক। তারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তিনি বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের সব দেশ বা সংস্থা প্রশংসা করেছে বাংলাদেশকে। বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা বাংলাদেশের প্রশংসা করেছে।

অথচ টিআইবি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে আমরা করোনা শনাক্ত করতে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করিনি। এটা একেবারেই মিথ্যা প্রতিবেদন। তিনি বলেন, করোনা শনাক্তে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাহিদ মালেক বলেন, শুধুমাত্র জনগণের কাছে ভুল তথ্য দেওয়ার জন্য এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। করোনার জন্য যে সরঞ্জাম কেনা হয়েছে তার ব্যবহার করা হয়নি এমন তথ্যও সঠিক নয়। আমরা সারা দেশের হাসপাতালগুলোতে সরঞ্জাম পৌঁছে দিয়েছি।

প্র.খ/বিপ্লব