পুরুষের ডায়াবেটিসের লক্ষণ
প্রভাতী খবর ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২২, 11:33 PM
পুরুষের ডায়াবেটিসের লক্ষণ
ডায়াবেটিস এমন একটি রোগ, যা সারাজীবনের জন্য বয়ে বেড়াতে হয়। যেকোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারেন, এমনকি শিশুরাও।
চিকিৎসকদের মতে, ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা, দুর্বল লাগা ও ঘোর ঘোর ভাব, ক্ষুধা বেড়ে যাওয়া, সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া, শরীরের ক্ষত বা কাটাছেঁড়া দীর্ঘদিনেও না সারা, বিরক্তিবোধ ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা, ত্বকে শুষ্ক খসখসে ও চুলকানি ভাব, চোখে কম দেখতে শুরু করা- এসব লক্ষণ থাকলে দেরী না করে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।
ডায়াবেটিসের এসব লক্ষণের পাশাপাশি আরো এমন কিছু লক্ষণ আছে, যা কেবল পুরুষদের মধ্যে দেখা যায়। যেমন-
* ত্বকে কালো দাগ: ডায়াবেটিসের লক্ষণ ত্বকে প্রকাশ পেতে পারে। গলার পেছনে, কুঁচকি কিংবা বগলে কালো দাগ টাইপ-২ ডায়াবেটিসের উপসর্গ হতে পারে।
* ইরেক্টাইল ডিসফাংশন: ইরেক্টাইল ডিসফাংকশন বা লিঙ্গ উত্থিত না হওয়ার সমস্যাও টাইপ-২ ডায়াবেটিসের সতর্কীকরণ উপসর্গ হতে পারে। এছাড়া গোপনাঙ্গের সামনের অংশ ফুলে যাওয়াটাও ডায়াবেটিসের উপসর্গ হতে পারে।
* শেভিংয়ের ক্ষত: শেভ করার সময় সৃষ্ট ক্ষুদ্র ক্ষত সেরে ওঠতে দেরি হলে তা টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
* হাত-পায়ে ব্যথা: হাত-পায়ে ব্যথা, অসাড়তা ও দুর্বলতা অনুভব টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
* মাড়ি থেকে রক্তপাত: পুরুষদের ক্ষেত্রে দাঁতের মাড়ি থেকে রক্তপাত ডায়াবেটিসের একটি উপসর্গ হতে পারে।
প্রভাতী খবর ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২২, 11:33 PM
ডায়াবেটিস এমন একটি রোগ, যা সারাজীবনের জন্য বয়ে বেড়াতে হয়। যেকোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারেন, এমনকি শিশুরাও।
চিকিৎসকদের মতে, ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা, দুর্বল লাগা ও ঘোর ঘোর ভাব, ক্ষুধা বেড়ে যাওয়া, সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া, শরীরের ক্ষত বা কাটাছেঁড়া দীর্ঘদিনেও না সারা, বিরক্তিবোধ ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা, ত্বকে শুষ্ক খসখসে ও চুলকানি ভাব, চোখে কম দেখতে শুরু করা- এসব লক্ষণ থাকলে দেরী না করে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত।
ডায়াবেটিসের এসব লক্ষণের পাশাপাশি আরো এমন কিছু লক্ষণ আছে, যা কেবল পুরুষদের মধ্যে দেখা যায়। যেমন-
* ত্বকে কালো দাগ: ডায়াবেটিসের লক্ষণ ত্বকে প্রকাশ পেতে পারে। গলার পেছনে, কুঁচকি কিংবা বগলে কালো দাগ টাইপ-২ ডায়াবেটিসের উপসর্গ হতে পারে।
* ইরেক্টাইল ডিসফাংশন: ইরেক্টাইল ডিসফাংকশন বা লিঙ্গ উত্থিত না হওয়ার সমস্যাও টাইপ-২ ডায়াবেটিসের সতর্কীকরণ উপসর্গ হতে পারে। এছাড়া গোপনাঙ্গের সামনের অংশ ফুলে যাওয়াটাও ডায়াবেটিসের উপসর্গ হতে পারে।
* শেভিংয়ের ক্ষত: শেভ করার সময় সৃষ্ট ক্ষুদ্র ক্ষত সেরে ওঠতে দেরি হলে তা টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
* হাত-পায়ে ব্যথা: হাত-পায়ে ব্যথা, অসাড়তা ও দুর্বলতা অনুভব টাইপ-২ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
* মাড়ি থেকে রক্তপাত: পুরুষদের ক্ষেত্রে দাঁতের মাড়ি থেকে রক্তপাত ডায়াবেটিসের একটি উপসর্গ হতে পারে।