শিরোনামঃ
২০২৪ বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস  আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা: অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত দেশের সর্ববৃহৎ রেলসেতুটি চালুর অপেক্ষায় উত্তরবঙ্গবাসী সচিবালয়ে প্রবেশে ‘অস্থায়ী পাস’ সংক্রান্ত বিশেষ সেল গঠন বরগুনায় ঘর পোড়ানো মামলার আসামিকে গ্রেপ্তারের দাবি উচ্চ আদালতের বিচারক নিয়োগবিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা পুলিশ ক্রান্তিকাল অতিবাহিত করছে: আইজিপি আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই : এআই গডফাদার হিন্টন সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত ১ বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে

ভারতের মধ্যপ্রদেশে দুটি গ্রামে ভালুকের হামলায় আহত চার, গুরুতর এক

#
news image

রবিবার সাতসকালেই দু’টি গ্রামে ঢুকে হামলা চালাল এক ভালুক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার সিওনি এবং সিহর গ্রামে। ভালুকের হামলায় আহত হয়েছেন চার গ্রামবাসী। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা আনন্দবাজার প্রত্রিকাকে জানান, ভোরের আলো ফুটতেই প্রথমে সিওনি গ্রামে ঢুকে পড়ে একটি ভালুক। প্রাণীটিকে দেখার পরই গ্রামে আতঙ্ক ছড়ায়। সেই সময় মাঠে শৌচকর্ম করছিলেন কয়েক জন। তাঁদের উপর হামলা চালায় ভালুকটি। কয়েক জন প্রাণে বেঁচে পালাতে সক্ষম হলেও দু’জন আহত হয়েছেন।
সিওনি গ্রামে হামলা চালানোর পর ভালুকটি পাশের গ্রামে ঢোকে। সেখানেও আরও দু’জনের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে আহতরা হলেন, অজয় আদাচি, জঙ্গল আদাচি, মুন্নি আদাচি এবং তামবাজি বারাসকর।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। ভালুকের হামলার খবর পেয়ে বেতুল বন দফতর থেকে একটি দল ভালুকটিকে ধরার জন্য ওই দুই গ্রামে পৌঁছেছে। ভালুকটিকে ধরে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করছেন বনকর্মীরা।

 

খ.প্র/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৮ এপ্রিল, ২০২২,  6:36 AM

news image
হামলাকারি সেই ভাল্লুক। ছবি: টুইটার

রবিবার সাতসকালেই দু’টি গ্রামে ঢুকে হামলা চালাল এক ভালুক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার সিওনি এবং সিহর গ্রামে। ভালুকের হামলায় আহত হয়েছেন চার গ্রামবাসী। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা আনন্দবাজার প্রত্রিকাকে জানান, ভোরের আলো ফুটতেই প্রথমে সিওনি গ্রামে ঢুকে পড়ে একটি ভালুক। প্রাণীটিকে দেখার পরই গ্রামে আতঙ্ক ছড়ায়। সেই সময় মাঠে শৌচকর্ম করছিলেন কয়েক জন। তাঁদের উপর হামলা চালায় ভালুকটি। কয়েক জন প্রাণে বেঁচে পালাতে সক্ষম হলেও দু’জন আহত হয়েছেন।
সিওনি গ্রামে হামলা চালানোর পর ভালুকটি পাশের গ্রামে ঢোকে। সেখানেও আরও দু’জনের উপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে আহতরা হলেন, অজয় আদাচি, জঙ্গল আদাচি, মুন্নি আদাচি এবং তামবাজি বারাসকর।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। ভালুকের হামলার খবর পেয়ে বেতুল বন দফতর থেকে একটি দল ভালুকটিকে ধরার জন্য ওই দুই গ্রামে পৌঁছেছে। ভালুকটিকে ধরে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করছেন বনকর্মীরা।

 

খ.প্র/বিপ্লব