ইউএস ওপেনে রেকর্ড ৬০.১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেয়া হবে

#
news image

এ বছর ইউএস ওপেনে রেকর্ড ৬০.১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেবার ঘোষনা দেয়া হয়েছে। ইউএস টেনিস এসোসিয়েশন (ইউএসটিএ) গতকাল এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগের সিঙ্গেলসের বিজয়ী প্রত্যেকে ২.৬ মিলিয়ন ডলার করে পাবে, রানার-আপ দুজনের প্রাপ্ত প্রাইজ মানির তুলনায় যা প্রায় দ্বিগুণ। 
গত বছর সব মিলিয়ে প্রাইজ মানির পরিমান ছিল ৫৭.৫ মিলিয়ন ডলার। এবার প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বীতায় নামা উভয় খেলোয়াড় পাবে ৮০ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ ২১ হাজার ডলার। ২০১৬ সালের পর থেকে এর পরিমাণ যথাক্রমে ৮৫ শতাংশ ও ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউটিএ ও এটিপি প্লেয়ার কাউন্সিলের সাথে আলোচনা করে ইউএসটিএ প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাছাইপর্বে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে প্রায় ৬.২৫ মিলিয়ন ডলারেরও বেশী অর্থ বিতরণ করা হবে। 
ডাবলসের বিজয়ী দল পাবে ৬ লাখ ৮৮ হাজার ডলার, রানার-আপ দলের প্রাপ্ত অর্থের তুলনায় যা দ্বিগুণ।

প্রভাতী খবর ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  9:05 PM

news image

এ বছর ইউএস ওপেনে রেকর্ড ৬০.১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেবার ঘোষনা দেয়া হয়েছে। ইউএস টেনিস এসোসিয়েশন (ইউএসটিএ) গতকাল এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগের সিঙ্গেলসের বিজয়ী প্রত্যেকে ২.৬ মিলিয়ন ডলার করে পাবে, রানার-আপ দুজনের প্রাপ্ত প্রাইজ মানির তুলনায় যা প্রায় দ্বিগুণ। 
গত বছর সব মিলিয়ে প্রাইজ মানির পরিমান ছিল ৫৭.৫ মিলিয়ন ডলার। এবার প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বীতায় নামা উভয় খেলোয়াড় পাবে ৮০ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ ২১ হাজার ডলার। ২০১৬ সালের পর থেকে এর পরিমাণ যথাক্রমে ৮৫ শতাংশ ও ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউটিএ ও এটিপি প্লেয়ার কাউন্সিলের সাথে আলোচনা করে ইউএসটিএ প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাছাইপর্বে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে প্রায় ৬.২৫ মিলিয়ন ডলারেরও বেশী অর্থ বিতরণ করা হবে। 
ডাবলসের বিজয়ী দল পাবে ৬ লাখ ৮৮ হাজার ডলার, রানার-আপ দলের প্রাপ্ত অর্থের তুলনায় যা দ্বিগুণ।