শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

উন্নয়নের নামে দেশে দুর্নীতির জোয়ার বইছে: জিএম কাদের

#
news image

দেশে উন্নয়নের নামে ঘুস ও দুর্নীতির জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এদিন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের কথার মূল্যায়ন করা হয় না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, সংসদে আমরা কথা বললে কাজ হয় না। সেখানে এখন আমাদের পরামর্শ, কথার কথা হয়ে গেছে।

দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে জানান জিএম কাদের। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়েছে। তেলের দাম না বাড়ালেও পারতো সরকার। ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের মুনাফা সমন্বয় করলেই দাম বাড়ানো লাগতো না। যে সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে, কিন্তু মানুষের কষ্ট বোঝে না সেই সরকার জনগণের সরকার নয়। গণবিরোধী সরকার মানুষের কষ্ট বোঝে না।

তিনি আরও বলেন, সরকার বিভিন্নভাবে মুনাফা করে, উন্নয়ন ও মেগা প্রকল্প বাস্তবায়নের নামে লুণ্ঠন করছে। মুনাফার টাকা ব্যাংকে রাখছে সরকার। নামে-বেনামে সেই টাকা ঋণ করে বিদেশে পাচার করছে একটি শ্রেণি। প্রজাতন্ত্রের নামে দেশে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছে। গণতন্ত্রের নামে দেশে স্বৈরশাসন চলছে। উন্নয়নের নামে ঘুস ও দুর্নীতির জোয়ার বইছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। রাজনীতি চিরতরে ধ্বংসের পাঁয়তারা চলছে। প্রতিযোগিতার বিপরীতে প্রতিহিংসা শুরু হয়েছে রাজনীতিতে। আগামী নির্বাচনে যারা পরাজিত হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ পরাজিত হলে, নিশ্চিহ্ন হওর আশংকা তৈরি হয়েছে। আমরা এমন রাজনীতি চাই না, আমরা চাই সহনশীল পরিবেশে রাজনীতি। রাজনীতির গুণগত পরিবর্তন চাই।

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  11:33 PM

news image

দেশে উন্নয়নের নামে ঘুস ও দুর্নীতির জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এদিন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের কথার মূল্যায়ন করা হয় না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, সংসদে আমরা কথা বললে কাজ হয় না। সেখানে এখন আমাদের পরামর্শ, কথার কথা হয়ে গেছে।

দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে জানান জিএম কাদের। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের কষ্ট বাড়িয়েছে। তেলের দাম না বাড়ালেও পারতো সরকার। ভ্যাট-ট্যাক্স না নিলে এবং জ্বালানি তেলের মুনাফা সমন্বয় করলেই দাম বাড়ানো লাগতো না। যে সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা করে, কিন্তু মানুষের কষ্ট বোঝে না সেই সরকার জনগণের সরকার নয়। গণবিরোধী সরকার মানুষের কষ্ট বোঝে না।

তিনি আরও বলেন, সরকার বিভিন্নভাবে মুনাফা করে, উন্নয়ন ও মেগা প্রকল্প বাস্তবায়নের নামে লুণ্ঠন করছে। মুনাফার টাকা ব্যাংকে রাখছে সরকার। নামে-বেনামে সেই টাকা ঋণ করে বিদেশে পাচার করছে একটি শ্রেণি। প্রজাতন্ত্রের নামে দেশে এক ব্যক্তির শাসন তৈরি হয়েছে। গণতন্ত্রের নামে দেশে স্বৈরশাসন চলছে। উন্নয়নের নামে ঘুস ও দুর্নীতির জোয়ার বইছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। রাজনীতি চিরতরে ধ্বংসের পাঁয়তারা চলছে। প্রতিযোগিতার বিপরীতে প্রতিহিংসা শুরু হয়েছে রাজনীতিতে। আগামী নির্বাচনে যারা পরাজিত হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামী লীগ পরাজিত হলে, নিশ্চিহ্ন হওর আশংকা তৈরি হয়েছে। আমরা এমন রাজনীতি চাই না, আমরা চাই সহনশীল পরিবেশে রাজনীতি। রাজনীতির গুণগত পরিবর্তন চাই।