করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

#
news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জনে।

সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬.৩৮%।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৫৩টি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৮৬%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭২%। অন্যদিকে, সুস্থতার হার ৯৬.৯০% এবং মৃত্যুহার ১.৪৬%।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ছিলেন একজন নারী। তিনি বরিশাল বিভাগের বাসিন্দা।

নতুন শনাক্ত ৩৪৯ জনের মধ্যে ১৭৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলাতেই গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ধরা পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  9:56 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জনে।

সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬.৩৮%।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৫৩টি নমুনা। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ১৪ হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৮৬%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭২%। অন্যদিকে, সুস্থতার হার ৯৬.৯০% এবং মৃত্যুহার ১.৪৬%।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ছিলেন একজন নারী। তিনি বরিশাল বিভাগের বাসিন্দা।

নতুন শনাক্ত ৩৪৯ জনের মধ্যে ১৭৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৪ জেলাতেই গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ধরা পড়েছে।