ম্যাচ ফি বাড়ছে টেস্ট ও নারী ক্রিকেটারদের
প্রভাতী খবর ডেস্ক
০৮ জুলাই, ২০২২, 12:16 AM
ম্যাচ ফি বাড়ছে টেস্ট ও নারী ক্রিকেটারদের
দীর্ঘমেয়াদের ক্রিকেটে বাংলাদেশ সাফল্য থেকে অনেক দূরে বরাবরই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর এ নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেছে।
ওই কমিটির অন্যতম সদস্য ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বাড়ছে টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি। এর সঙ্গে নারী ক্রিকেটারদের বেতন ও আর্থিক সুবিধাও বাড়ানোর পরিকল্পনা আছে তাদের।
জালাল বলেছেন, ‘ম্যাচ ফি হয়তো বেড়ে যাবে। আরও কী কী করতে পারি সেই চিন্তাভাবনা আছে। টেস্টে আমরা ওভাবে পারফর্ম করছি না। দক্ষিণ আফ্রিকায় সেভাবে ভালো করতে পারিনি, ওয়েস্ট ইন্ডিজেও ভালো করতে পারিনি। আমরা এটা নিয়ে অনেক উদ্বিগ্ন। সভাপতি সাহেব ওয়ার্কিং গ্রুপ করেছেন। ’
‘সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে। ক্রিকেট অপারেশন্স, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স, এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যানরা শিগগিরই বৈঠকে বসব, হয়ত ঈদের পরপরই। ’
টেস্টে উন্নতির বিষয়ে জালাল বলেছেন, ‘দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। টেস্টে কীভাবে আরও ভালো করা যায়, টেস্ট খেলোয়াড়দের জন্য কী কী সুবিধা বা ব্যবস্থা নেওয়া যায় এদিকে আরও বেশি নজর দিতে চাই। যেন টেস্টে আগ্রহ আরও বাড়ে। একটা টেস্ট দলে যারা খেলবে তাদের যেন পূর্ণ মনোযোগ এখানে থাকে। ’
পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মেয়েদের বেতনের বৈষম্য অনেক। সাকিব আল হাসানরা তিন ফরম্যাট মিলিয়ে যেখানে সর্বনিম্ন তিন লাখ টাকা বেতন পান, সেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সালমা খাতুন-জাহানারা আলমরা পান ৮০ হাজার টাকা। ‘বি’ গ্রেডে ৬০ হাজার ও ‘ডি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা বেতন পান ৩০ হাজার টাকা।
এ নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা আশা করছি মেয়েদের ক্রিকেট আরও উন্নতি করবে। আগে থেকে অনেক ভালো করছে। তারা আরও পেশাদার হচ্ছে। আমরা আশা করি আরও হবে। তাদেরও কার্যক্রম বাড়ানো উচিৎ। যেহেতু এটা নিয়ে চিন্তাভাবনার আলাদা বিভাগ আছে, বোর্ডেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা চাইব তাদের পারিশ্রমিক বাড়ানোর। তাদের কাছাকাছি না গেলেও ব্যবধান কমানো উচিৎ। ’
ম্যাচ ফির ক্ষেত্রেও পিছিয়ে মেয়েরা। পুরুষ ক্রিকেটাররা টেস্টে ম্যাচ ফি পান ৬ লাখ টাকা, ওয়ানডেতে ৩ লাখ আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা। ওয়ানডে খেলে মেয়েরা পান ২৮ হাজার টাকা। টি-টোয়েন্টির ম্যাচ ফি ১৪ হাজার টাকা।
এই জায়গায় উন্নতির ব্যাপারে জালাল বলেছেন, ‘এটা বোর্ড সভাপতি অনেকবার বলেছেন। উনি এদিকে লক্ষ্য করেছেন। সমান সমান না হলেও আমরা কাছাকাছি যেন থাকে বা পার্থক্য কমে সেদিকে লক্ষ্য রাখব। বোর্ডেই এটা আলোচনা হবে। বোর্ডে ইতোমধ্যে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া আছে। ’
প্রভাতী খবর ডেস্ক
০৮ জুলাই, ২০২২, 12:16 AM
দীর্ঘমেয়াদের ক্রিকেটে বাংলাদেশ সাফল্য থেকে অনেক দূরে বরাবরই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর এ নিয়ে নতুন করে প্রশ্ন ওঠেছে।
ওই কমিটির অন্যতম সদস্য ক্রিকেট অপরাশেন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বাড়ছে টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি। এর সঙ্গে নারী ক্রিকেটারদের বেতন ও আর্থিক সুবিধাও বাড়ানোর পরিকল্পনা আছে তাদের।
জালাল বলেছেন, ‘ম্যাচ ফি হয়তো বেড়ে যাবে। আরও কী কী করতে পারি সেই চিন্তাভাবনা আছে। টেস্টে আমরা ওভাবে পারফর্ম করছি না। দক্ষিণ আফ্রিকায় সেভাবে ভালো করতে পারিনি, ওয়েস্ট ইন্ডিজেও ভালো করতে পারিনি। আমরা এটা নিয়ে অনেক উদ্বিগ্ন। সভাপতি সাহেব ওয়ার্কিং গ্রুপ করেছেন। ’
‘সবাইকেই এটা নিয়ে ভাবতে হবে। ক্রিকেট অপারেশন্স, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স, এইজ গ্রুপ কমিটির চেয়ারম্যানরা শিগগিরই বৈঠকে বসব, হয়ত ঈদের পরপরই। ’
টেস্টে উন্নতির বিষয়ে জালাল বলেছেন, ‘দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। টেস্টে কীভাবে আরও ভালো করা যায়, টেস্ট খেলোয়াড়দের জন্য কী কী সুবিধা বা ব্যবস্থা নেওয়া যায় এদিকে আরও বেশি নজর দিতে চাই। যেন টেস্টে আগ্রহ আরও বাড়ে। একটা টেস্ট দলে যারা খেলবে তাদের যেন পূর্ণ মনোযোগ এখানে থাকে। ’
পুরুষ ক্রিকেটারদের সঙ্গে মেয়েদের বেতনের বৈষম্য অনেক। সাকিব আল হাসানরা তিন ফরম্যাট মিলিয়ে যেখানে সর্বনিম্ন তিন লাখ টাকা বেতন পান, সেখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা সালমা খাতুন-জাহানারা আলমরা পান ৮০ হাজার টাকা। ‘বি’ গ্রেডে ৬০ হাজার ও ‘ডি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা বেতন পান ৩০ হাজার টাকা।
এ নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘আমরা আশা করছি মেয়েদের ক্রিকেট আরও উন্নতি করবে। আগে থেকে অনেক ভালো করছে। তারা আরও পেশাদার হচ্ছে। আমরা আশা করি আরও হবে। তাদেরও কার্যক্রম বাড়ানো উচিৎ। যেহেতু এটা নিয়ে চিন্তাভাবনার আলাদা বিভাগ আছে, বোর্ডেও এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা চাইব তাদের পারিশ্রমিক বাড়ানোর। তাদের কাছাকাছি না গেলেও ব্যবধান কমানো উচিৎ। ’
ম্যাচ ফির ক্ষেত্রেও পিছিয়ে মেয়েরা। পুরুষ ক্রিকেটাররা টেস্টে ম্যাচ ফি পান ৬ লাখ টাকা, ওয়ানডেতে ৩ লাখ আর টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা। ওয়ানডে খেলে মেয়েরা পান ২৮ হাজার টাকা। টি-টোয়েন্টির ম্যাচ ফি ১৪ হাজার টাকা।
এই জায়গায় উন্নতির ব্যাপারে জালাল বলেছেন, ‘এটা বোর্ড সভাপতি অনেকবার বলেছেন। উনি এদিকে লক্ষ্য করেছেন। সমান সমান না হলেও আমরা কাছাকাছি যেন থাকে বা পার্থক্য কমে সেদিকে লক্ষ্য রাখব। বোর্ডেই এটা আলোচনা হবে। বোর্ডে ইতোমধ্যে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দেওয়া আছে। ’