নিজেকে ফিরে পাওয়ার আশায় মুস্তাফিজ
প্রভাতী খবর ডেস্ক
০৭ জুলাই, ২০২২, 1:03 AM
নিজেকে ফিরে পাওয়ার আশায় মুস্তাফিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের হারের দায় বোলারদের দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কারণ মুস্তাফিজ-তাসকিনরা ২০ ওভারে দিয়েছেন ১৯৩ রান। তবে পেসার মুস্তাফিজ মনে করছেন, ট্রু উইকেটে অন্য দল হলেও রান দুইশ’ হতো।
বোলারদের দায় মানছেন বাঁ-হাতি পেসার ফিজ। কিছুটা বাজে বোলিং তো তারা করেছেনই। তবে এশিয়ার বাইরের উইকেটে রান একটু বেশিই হবে বলে মত তার। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এশিয়ার ও এশিয়ার বাইরের উইকেট ভিন্ন। বাইরে ট্রু উইকেট থাকে।’
খরুচে বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও সেফ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়।’
বাংলাদেশের মাঠে দেড়শ’ রান তোলা কঠিন। শ্রীলঙ্কা, আরব আমিরাত এমনকি কিছু কিছু ভারতের উইকেটেও রান হয় না। তবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডে দুইশ’ রানও নিরাপদ নয়। সেটা মনে করিয়ে দিয়ে কাটার মাস্টার ফিজ বলেন, ‘এখানকার উইকেট ভালো। অন্য দল হলেও দুইশ’র কাছাকাছি রান হতো।’
বদলে যাওয়া পেস আক্রমণ বাংলাদেশের। মুস্তাফিজ সাদা বলের ক্রিকেটে বরাবরই ভালো। তাসকিন ভালো করছেন। শরিফুল পেস আক্রমণে যোগ করেছেন নতুন মাত্রা। কিন্তু সকলেই রোভম্যান পাওয়েলের কাছে মার খেয়েছেন। ফিজ জানিয়েছেন, একটু খারাপ করেছেন বলে তিনি খারাপ বোলার হয়ে যাননি।
বাঁ-হাতি পেসার বলেন, ‘আমার দিক থেকে বোলিং ঠিক আছে বলে মনে করি। ক্যারিয়ার শুরুর পর অপারেশন হয়, এরপর এক-দেড় বছর ভালো যায়নি। তবে শেখার তো শেষ নেই। চেষ্টা করছি আরও ভালো করার। ফিটনেস নিয়ে কাজ করছি। ভালো বোলারদের কাতারে যাওযার চেষ্টা করছি। আমাদের (পেস বোলিং) কোচের পরিকল্পনাও খুব ভালো।’
নিজেকে ফিরে পেতে নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কী কাজ করছেন? জানতে চাইলে মোস্তাফিজ বলেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে।’
প্রভাতী খবর ডেস্ক
০৭ জুলাই, ২০২২, 1:03 AM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের হারের দায় বোলারদের দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কারণ মুস্তাফিজ-তাসকিনরা ২০ ওভারে দিয়েছেন ১৯৩ রান। তবে পেসার মুস্তাফিজ মনে করছেন, ট্রু উইকেটে অন্য দল হলেও রান দুইশ’ হতো।
বোলারদের দায় মানছেন বাঁ-হাতি পেসার ফিজ। কিছুটা বাজে বোলিং তো তারা করেছেনই। তবে এশিয়ার বাইরের উইকেটে রান একটু বেশিই হবে বলে মত তার। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচের আগের সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এশিয়ার ও এশিয়ার বাইরের উইকেট ভিন্ন। বাইরে ট্রু উইকেট থাকে।’
খরুচে বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও সেফ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়।’
বাংলাদেশের মাঠে দেড়শ’ রান তোলা কঠিন। শ্রীলঙ্কা, আরব আমিরাত এমনকি কিছু কিছু ভারতের উইকেটেও রান হয় না। তবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডে দুইশ’ রানও নিরাপদ নয়। সেটা মনে করিয়ে দিয়ে কাটার মাস্টার ফিজ বলেন, ‘এখানকার উইকেট ভালো। অন্য দল হলেও দুইশ’র কাছাকাছি রান হতো।’
বদলে যাওয়া পেস আক্রমণ বাংলাদেশের। মুস্তাফিজ সাদা বলের ক্রিকেটে বরাবরই ভালো। তাসকিন ভালো করছেন। শরিফুল পেস আক্রমণে যোগ করেছেন নতুন মাত্রা। কিন্তু সকলেই রোভম্যান পাওয়েলের কাছে মার খেয়েছেন। ফিজ জানিয়েছেন, একটু খারাপ করেছেন বলে তিনি খারাপ বোলার হয়ে যাননি।
বাঁ-হাতি পেসার বলেন, ‘আমার দিক থেকে বোলিং ঠিক আছে বলে মনে করি। ক্যারিয়ার শুরুর পর অপারেশন হয়, এরপর এক-দেড় বছর ভালো যায়নি। তবে শেখার তো শেষ নেই। চেষ্টা করছি আরও ভালো করার। ফিটনেস নিয়ে কাজ করছি। ভালো বোলারদের কাতারে যাওযার চেষ্টা করছি। আমাদের (পেস বোলিং) কোচের পরিকল্পনাও খুব ভালো।’
নিজেকে ফিরে পেতে নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কী কাজ করছেন? জানতে চাইলে মোস্তাফিজ বলেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে।’