বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-পেরু মুখোমুখি
নাগরিক স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৪, 10:06 PM
বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-পেরু মুখোমুখি
বিশ্বকাপ পর্বে গত ম্যাচে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছিলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির কয়েকজন সতীর্থ ইনজুরিতেও পড়েছেন। এবার আলবিসেলেস্তেদের বছরের শেষ ম্যাচের প্রতিপক্ষ পেরু।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়নেস এইরেসের লা বোম্বোনেরায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির 'বাজির ঘোড়া' সেই লিওনেল মেসিই। কারণ রক্ষণ ও মাঝমাঠে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। লিসান্দ্রো মার্তিনেজ, হেরমান পেসেলা, নিকোলাস গঞ্জালেস, ক্রিস্তিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনাকে ছাড়াই খেলতে হবে মেসিদের।
দলের এত এত খেলোয়াড় না থাকায় শেষ মুহূর্তে গিলিয়ানো সিমিওনেকে ডেকেছেন স্কালোনি। তাকে খেলানো হবে মলিনার জায়গায়। এই তরুণ ফুটবলার আবার স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। কিন্তু স্কোয়াড ঘোষোণার একদিন পরেই কুতি রোমেরোও ছিটকে যান। তাকে ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার আরও বড় দুশ্চিন্তার নাম নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। ফলে তাকে একাদশে রাখা হবে।
রক্ষণভাগের অধিকাংশ খেলোয়াড় ছিটকে যাওয়ায় আর্জেন্টিনা দলের টেকনিক্যাল স্টাফরা ফাকুন্দা মেদিনাকে ডেকে এনেছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা ছিল মারকোস সানেসির। কিন্তু মেদিনা আবার সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই ভ‚মিকাতেই খেলতে পারেন।
নাগরিক স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৪, 10:06 PM
বিশ্বকাপ পর্বে গত ম্যাচে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছিলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির কয়েকজন সতীর্থ ইনজুরিতেও পড়েছেন। এবার আলবিসেলেস্তেদের বছরের শেষ ম্যাচের প্রতিপক্ষ পেরু।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়নেস এইরেসের লা বোম্বোনেরায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির 'বাজির ঘোড়া' সেই লিওনেল মেসিই। কারণ রক্ষণ ও মাঝমাঠে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। লিসান্দ্রো মার্তিনেজ, হেরমান পেসেলা, নিকোলাস গঞ্জালেস, ক্রিস্তিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনাকে ছাড়াই খেলতে হবে মেসিদের।
দলের এত এত খেলোয়াড় না থাকায় শেষ মুহূর্তে গিলিয়ানো সিমিওনেকে ডেকেছেন স্কালোনি। তাকে খেলানো হবে মলিনার জায়গায়। এই তরুণ ফুটবলার আবার স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। কিন্তু স্কোয়াড ঘোষোণার একদিন পরেই কুতি রোমেরোও ছিটকে যান। তাকে ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার আরও বড় দুশ্চিন্তার নাম নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। ফলে তাকে একাদশে রাখা হবে।
রক্ষণভাগের অধিকাংশ খেলোয়াড় ছিটকে যাওয়ায় আর্জেন্টিনা দলের টেকনিক্যাল স্টাফরা ফাকুন্দা মেদিনাকে ডেকে এনেছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা ছিল মারকোস সানেসির। কিন্তু মেদিনা আবার সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই ভ‚মিকাতেই খেলতে পারেন।