চুয়েটে চলছে ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৪’

#
news image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েটে) অন্যতম জনপ্রিয় সংগঠন চুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী শুরু হয়েছে ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৪’। শুক্রবার (১৭ মে) সকালে চুয়েটের শেখ কামাল আইটি ইনকিউবেটরে অনুষ্ঠানটির  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরীসহ আরো অনেকে। উদ্বোধনের পর শুরু হয় সেমিনার। সেখানে আগত বক্তারা তাদের অভিজ্ঞতার আলোকে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শুক্রবার বিকাল ৩ টা থেকে পুনরায় সেমিনার শুরু হয়।

এসময় পর্যায়ক্রমে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেমিনারটিতে নতুন উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ‘কল্পলোক লিমিটেডের’ সিইও এস এম নাজমুল হাসান। এরপর দ্বিতীয় সেমিনারটিতে তরুণ গবেষকদের জন্য গবেষণা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সহকারী অধ্যাপক মো. তৌহিদুর রহমান।

সর্বশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ চাকরি প্রত্যাশীদের নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই সেমিনারে নতুনদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৪৩ তম বিসিএসের নিরীক্ষা ও হিসাব বিভাগে ৮ম স্থান অধিকারী রাকিব উদ্দিন আহমেদ। শনিবার দ্বিতীয় দিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় চাকরি মেলা। সেখানে হুয়াওয়ে সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানি গুলো পরীক্ষার মাধ্যমে নিজেদের কর্মী বাছাই করছেন

এছাড়া শনিবার (১৮ মে)অনুষ্ঠিত হবে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ তার বক্তব্যে বলেন, চুয়েটে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভালো ভূমিকা রাখতে পারবে। চাকরি জীবনে প্রবেশের পূর্বে এবং পরেও বিভিন্ন দক্ষতা থাকা প্রয়োজন। যা এ ধরনের আয়োজনের মাধ্যমে জানা যায়। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে চুয়েট প্রশাসন সবসময় পাশে থাকবে। চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি বিশ্বরূপ গোস্বামী তার অনুভূতি প্রকাশ করে বলেন,আমাদের অন্যতম প্রধান লক্ষ্য কর্পোরেট সেক্টরের সাথে শিক্ষার্থীদের দূরত্ব কমানো। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যাতে তারা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। চাকরি মেলার মাধ্যমে এখানের সদ্য গ্রাজুয়েটদের দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোতে ক্যাম্পাস থেকেই যোগ দিতে পারবে।

নাগরিক প্রতিবেদক, চট্টগ্রাম

১৮ মে, ২০২৪,  5:09 PM

news image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েটে) অন্যতম জনপ্রিয় সংগঠন চুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী শুরু হয়েছে ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৪’। শুক্রবার (১৭ মে) সকালে চুয়েটের শেখ কামাল আইটি ইনকিউবেটরে অনুষ্ঠানটির  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরীসহ আরো অনেকে। উদ্বোধনের পর শুরু হয় সেমিনার। সেখানে আগত বক্তারা তাদের অভিজ্ঞতার আলোকে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শুক্রবার বিকাল ৩ টা থেকে পুনরায় সেমিনার শুরু হয়।

এসময় পর্যায়ক্রমে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেমিনারটিতে নতুন উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ‘কল্পলোক লিমিটেডের’ সিইও এস এম নাজমুল হাসান। এরপর দ্বিতীয় সেমিনারটিতে তরুণ গবেষকদের জন্য গবেষণা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সহকারী অধ্যাপক মো. তৌহিদুর রহমান।

সর্বশেষ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ চাকরি প্রত্যাশীদের নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই সেমিনারে নতুনদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৪৩ তম বিসিএসের নিরীক্ষা ও হিসাব বিভাগে ৮ম স্থান অধিকারী রাকিব উদ্দিন আহমেদ। শনিবার দ্বিতীয় দিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় চাকরি মেলা। সেখানে হুয়াওয়ে সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানি গুলো পরীক্ষার মাধ্যমে নিজেদের কর্মী বাছাই করছেন

এছাড়া শনিবার (১৮ মে)অনুষ্ঠিত হবে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার। চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ তার বক্তব্যে বলেন, চুয়েটে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভালো ভূমিকা রাখতে পারবে। চাকরি জীবনে প্রবেশের পূর্বে এবং পরেও বিভিন্ন দক্ষতা থাকা প্রয়োজন। যা এ ধরনের আয়োজনের মাধ্যমে জানা যায়। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে চুয়েট প্রশাসন সবসময় পাশে থাকবে। চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি বিশ্বরূপ গোস্বামী তার অনুভূতি প্রকাশ করে বলেন,আমাদের অন্যতম প্রধান লক্ষ্য কর্পোরেট সেক্টরের সাথে শিক্ষার্থীদের দূরত্ব কমানো। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যাতে তারা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। চাকরি মেলার মাধ্যমে এখানের সদ্য গ্রাজুয়েটদের দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোতে ক্যাম্পাস থেকেই যোগ দিতে পারবে।