ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর ইবি ক্যাম্পাস

#
news image

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন ভর্তিচ্ছুরা। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে তীব্র রোদ থাকায় ভর্তিচ্ছু ও অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করে গাছের ছায়ায় অবস্থান নেন। পরে ১১টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, ‘এ’ ইউনিটে আমাদের কেন্দ্রে ৬ হাজার ৪৪২ জন ভর্তিচ্ছু অংশ নেবে। পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমরা প্রক্সিকাণ্ড ধরতে তৎপর রয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৭ এপ্রিল, ২০২৪,  5:23 PM

news image

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন ভর্তিচ্ছুরা। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে তীব্র রোদ থাকায় ভর্তিচ্ছু ও অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করে গাছের ছায়ায় অবস্থান নেন। পরে ১১টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, ‘এ’ ইউনিটে আমাদের কেন্দ্রে ৬ হাজার ৪৪২ জন ভর্তিচ্ছু অংশ নেবে। পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমরা প্রক্সিকাণ্ড ধরতে তৎপর রয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।