ফুলবাড়ীতে মসজিদের দানবাক্স ভেঙ্গে অর্থ চুরি

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের দানবক্স ভেঙ্গে অর্থ চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার(২ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমাম মুফতি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার (২ এপ্রিল) ফজরের নামাজ শেষে দেখতেপান মসজিদের সামনে একটি লোহা কাটা কাচি পড়ে আছে। এরপর চোখ পড়ে সমজিদের গ্রীলের সাথে বাধা দানবাক্সটি কাটা রয়েছে, বাক্সে  জমা থাকা অর্থ নেই। তিনি বলেন, ভোরে বিদুৎ ছিলনা ওই সুযোগে হয়ত কে বা কারা প্রাচীর টপকে স্কুলের ভিতরে প্রবেশ করে এ কাজ করেছে।

বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক কে জানিয়েছি। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হারুন উর- রশিদ জানান, দীর্ঘ এক বছর যাবত মসজিদের ওই দানবাক্সটি খোলা হয়নি। ঈদের পরে খোলার কথা ছিল। ধারনা করা হচ্ছে মাদক সেবনকারীরা এই কাজ করতে পারে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মেহেদী রুবেল বলেন, এক বছর থেকে বাক্সটি খোলা হয়নি। কদিন পরে খুলে মসজিদের কাজ করার কথা ছিল। বিষয়টি খুবই দু:খজনক। এধরনের কাজ মানুষ কি করে করতে পারে।  বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মোকাররম  হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর

০৩ এপ্রিল, ২০২৪,  8:24 AM

news image

দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের দানবক্স ভেঙ্গে অর্থ চুরির ঘটনা ঘটেছে।মঙ্গলবার(২ এপ্রিল) ভোর রাতে পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমাম মুফতি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার (২ এপ্রিল) ফজরের নামাজ শেষে দেখতেপান মসজিদের সামনে একটি লোহা কাটা কাচি পড়ে আছে। এরপর চোখ পড়ে সমজিদের গ্রীলের সাথে বাধা দানবাক্সটি কাটা রয়েছে, বাক্সে  জমা থাকা অর্থ নেই। তিনি বলেন, ভোরে বিদুৎ ছিলনা ওই সুযোগে হয়ত কে বা কারা প্রাচীর টপকে স্কুলের ভিতরে প্রবেশ করে এ কাজ করেছে।

বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক কে জানিয়েছি। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হারুন উর- রশিদ জানান, দীর্ঘ এক বছর যাবত মসজিদের ওই দানবাক্সটি খোলা হয়নি। ঈদের পরে খোলার কথা ছিল। ধারনা করা হচ্ছে মাদক সেবনকারীরা এই কাজ করতে পারে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মেহেদী রুবেল বলেন, এক বছর থেকে বাক্সটি খোলা হয়নি। কদিন পরে খুলে মসজিদের কাজ করার কথা ছিল। বিষয়টি খুবই দু:খজনক। এধরনের কাজ মানুষ কি করে করতে পারে।  বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি কেউ জানায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।