ঈদ আনন্দ  - শাড়িতে সোনার কাজ

#
news image

মাথায় ঋণের বোঝা। এ দেশে অনেকেরই এখনো নুন আনতে পান্তা ফুরায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের জীবন ধারণে নাভিশ্বাস উঠে যায়। এর বিপরীতেও আছে আরেক চিত্র…আর কদিন বাদেই ঈদুল ফিতর। আকর্ষণীয় সব পোশাকে সয়লাব রাজধানীর মার্কেটগুলো। বলা যায়, রঙিন হয়ে উঠেছে শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোও। ঈদ সামনে রেখে দেশীয় ব্র্যান্ড ভাসাবি নিয়ে এসেছে নজরকাড়া ও মূল্যবান সব পোশাকের কালেকশন। ভাসাবির এবারের সেরা আকর্ষণ সোনার জড়িতে কাজ করা শাড়ি, ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনাররা। শাড়িতে ৪ গ্রাম সোনার কাজ করা হয়েছে, দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ প্রায় ৪ লাখ টাকা।

এরই মধ্যে কয়েক পিস শাড়ি বিক্রি হয়েছে। গোল্ড প্লেটের শাড়িটি নিয়ে ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে বলে জানান ভাসাবি ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা। তিনি বলেন, ‘অনেকেরই এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ির প্রতি আকর্ষণ থাকে। সেই চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি গোল্ড প্লেটের কাজ করা শাড়ি। পাঞ্জাবির ডিজাইন নিয়েও আমরা ভেবেছি। আমাদের অনেক স্বনামধন্য ক্রেতা আছেন, যারা কেউ ব্যবসায়ী, কেউ বড় অফিসার। সবার কথা মাথায় রেখেই আমরা ঈদের কালেকশন নিয়ে এসেছি।’


শুধু শাড়ি নয়, ঈদ কালেকশনে ভাসাবির বড় আকর্ষণ পাঞ্জাবিও। ঈদে ছেলেদের কথা মাথায় রেখে তারা নিয়ে এসেছে গোল্ড প্লেটের কাজ করা পাঞ্জাবি কাম শেরওয়ানি। ভারতীয় ডিজাইনার মনোজ আগারওয়ালের ডিজাইন করা এই পাঞ্জাবির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার টাকা।

ঈদ মানে আনন্দ। ছোট থেকে বড় সবাই ঈদকে ঘিরে রং-বেরঙের পোশাকে রঙিন হয়ে ওঠে। ঈদ আনন্দের একটা বড় অনুষঙ্গ ভালো পোশাক। সাধ্যমতো সেরা ঈদ পোশাকে সেজে ওঠার চেষ্টায় থাকে সবাই। ভাসাবিও কম যাবে কেন! তাদের কালকশনেও আছে দুর্দান্ত ডিজাইনের সব পোশাক।

নাগরিক প্রতিবেদন

২৭ মার্চ, ২০২৪,  12:34 PM

news image

মাথায় ঋণের বোঝা। এ দেশে অনেকেরই এখনো নুন আনতে পান্তা ফুরায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের জীবন ধারণে নাভিশ্বাস উঠে যায়। এর বিপরীতেও আছে আরেক চিত্র…আর কদিন বাদেই ঈদুল ফিতর। আকর্ষণীয় সব পোশাকে সয়লাব রাজধানীর মার্কেটগুলো। বলা যায়, রঙিন হয়ে উঠেছে শপিং কমপ্লেক্স থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোও। ঈদ সামনে রেখে দেশীয় ব্র্যান্ড ভাসাবি নিয়ে এসেছে নজরকাড়া ও মূল্যবান সব পোশাকের কালেকশন। ভাসাবির এবারের সেরা আকর্ষণ সোনার জড়িতে কাজ করা শাড়ি, ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনাররা। শাড়িতে ৪ গ্রাম সোনার কাজ করা হয়েছে, দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ প্রায় ৪ লাখ টাকা।

এরই মধ্যে কয়েক পিস শাড়ি বিক্রি হয়েছে। গোল্ড প্লেটের শাড়িটি নিয়ে ক্রেতাদের বেশ আগ্রহ রয়েছে বলে জানান ভাসাবি ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা। তিনি বলেন, ‘অনেকেরই এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ির প্রতি আকর্ষণ থাকে। সেই চিন্তা থেকেই আমরা নিয়ে এসেছি গোল্ড প্লেটের কাজ করা শাড়ি। পাঞ্জাবির ডিজাইন নিয়েও আমরা ভেবেছি। আমাদের অনেক স্বনামধন্য ক্রেতা আছেন, যারা কেউ ব্যবসায়ী, কেউ বড় অফিসার। সবার কথা মাথায় রেখেই আমরা ঈদের কালেকশন নিয়ে এসেছি।’


শুধু শাড়ি নয়, ঈদ কালেকশনে ভাসাবির বড় আকর্ষণ পাঞ্জাবিও। ঈদে ছেলেদের কথা মাথায় রেখে তারা নিয়ে এসেছে গোল্ড প্লেটের কাজ করা পাঞ্জাবি কাম শেরওয়ানি। ভারতীয় ডিজাইনার মনোজ আগারওয়ালের ডিজাইন করা এই পাঞ্জাবির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার টাকা।

ঈদ মানে আনন্দ। ছোট থেকে বড় সবাই ঈদকে ঘিরে রং-বেরঙের পোশাকে রঙিন হয়ে ওঠে। ঈদ আনন্দের একটা বড় অনুষঙ্গ ভালো পোশাক। সাধ্যমতো সেরা ঈদ পোশাকে সেজে ওঠার চেষ্টায় থাকে সবাই। ভাসাবিও কম যাবে কেন! তাদের কালকশনেও আছে দুর্দান্ত ডিজাইনের সব পোশাক।