সাকিবের প্রশংসা পেয়ে আরও অনুপ্রাণিত তাসকিন
প্রভাতী খবর ডেস্ক
২৩ জুন, ২০২২, 12:37 AM
সাকিবের প্রশংসা পেয়ে আরও অনুপ্রাণিত তাসকিন
দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ এখন পুরোপুরি ফিট। সাদা বলের সিরিজ খেলতে ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন তিনি। গতকালের মতো আজও (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি। পরে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও।
আজও ১০০ শতাংশ দিয়েই বোলিং করেছেন বলে জানিয়েছেন তাসকিন। এই পেসার বলেন, ‘গতকাল এবং আজকে ১০০ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং প্রচেষ্টাগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, এখন সামনে বাকি সব আল্লাহর ইচ্ছা।’
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হচ্ছে ডিউক বলে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে কুকাবুরা বলে। সেই সম্পর্কে তাসকিন জানান, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টি কুকাবুরা বলেই হবে, তো যেটাতেই হোক নিজের সেরাটা দেব। হাতে যেটা আছে প্রসেস, সেটাই ফলো করব। আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে জয় উপহার দিতে পারি। সব সময়ই এটাই ইচ্ছা থাকে। শতভাগ দেব, বাকিটা আল্লার ইচ্ছা। ’
কোন ফরম্যাট বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, ‘আসলে সব ফরম্যাটই আমাদের পছন্দের। কিছু ফরম্যাটে ভালো হয়, কিছু ফরম্যাটে খারাপ হয়। সাদা বলে ভালো দল আমরা। আমাদের ক্ষমতা আছে ভালো করার। তবু ক্রিকেট খেলা, কোনো কিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং আল্লাহ যদি চায় আমাদের সেই ক্ষমতাও আছে। এখন দেখি কী হয়। ’
ক্যারিবীয় কন্ডিশন নিয়ে কোনো সতীর্থের সঙ্গে এখনো কথা হয়নি তাসকিনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ওরা ম্যাচের মধ্যে ছিল। তাই ম্যাচের মাঝখানে কথা হয় নাই। এখন হয়তো গিয়ে কথা হবে। এক্সপার্টরা আছে, কোচরা আছে, তারা সহায়তা করবে। ভিডিও অ্যানালিস্ট আছেন, একেক গ্রাউন্ডে একেক পরিসংখ্যান থাকে, সেই অনুযায়ী চেষ্টা করব। তবে আসলে এত কিছু চিন্তা করছি না। আগে যাই, দেখি কী হয়। সবাই এটাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। ’
দেশের হয়ে সব ফরম্যাটেই খেলতে চান তাসকিন। তিনি বলেন, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই, ভাই...সব ফরম্যাট। যদি কখনো দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার উপযুক্ত সময়। ওয়ার্ল্ডক্লাস হওয়া আমার স্বপ্ন। এখনো আসলে ওই সময় আসে নাই যে আমার বিশ্রাম দরকার। যদি কখনো মনে হয় যে পেরে উঠতে পারছি না, তখন হয়তো বিশ্রাম নেব। কিন্তু এখনো ওই সময় হয় নাই। আসলে প্রত্যেকটা সিরিজই কঠিন। ইনজুরিতে থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিতেই হবে। ’
প্রভাতী খবর ডেস্ক
২৩ জুন, ২০২২, 12:37 AM
দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদ এখন পুরোপুরি ফিট। সাদা বলের সিরিজ খেলতে ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন তিনি। গতকালের মতো আজও (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি। পরে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও।
আজও ১০০ শতাংশ দিয়েই বোলিং করেছেন বলে জানিয়েছেন তাসকিন। এই পেসার বলেন, ‘গতকাল এবং আজকে ১০০ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং প্রচেষ্টাগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, এখন সামনে বাকি সব আল্লাহর ইচ্ছা।’
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হচ্ছে ডিউক বলে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে কুকাবুরা বলে। সেই সম্পর্কে তাসকিন জানান, ‘টেস্ট ম্যাচ তো ডিউক বলে খেলা হচ্ছে, আমার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত খেলা হলো না। ওয়ানডে ও টি-টোয়েন্টি কুকাবুরা বলেই হবে, তো যেটাতেই হোক নিজের সেরাটা দেব। হাতে যেটা আছে প্রসেস, সেটাই ফলো করব। আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে জয় উপহার দিতে পারি। সব সময়ই এটাই ইচ্ছা থাকে। শতভাগ দেব, বাকিটা আল্লার ইচ্ছা। ’
কোন ফরম্যাট বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, ‘আসলে সব ফরম্যাটই আমাদের পছন্দের। কিছু ফরম্যাটে ভালো হয়, কিছু ফরম্যাটে খারাপ হয়। সাদা বলে ভালো দল আমরা। আমাদের ক্ষমতা আছে ভালো করার। তবু ক্রিকেট খেলা, কোনো কিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং আল্লাহ যদি চায় আমাদের সেই ক্ষমতাও আছে। এখন দেখি কী হয়। ’
ক্যারিবীয় কন্ডিশন নিয়ে কোনো সতীর্থের সঙ্গে এখনো কথা হয়নি তাসকিনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ওরা ম্যাচের মধ্যে ছিল। তাই ম্যাচের মাঝখানে কথা হয় নাই। এখন হয়তো গিয়ে কথা হবে। এক্সপার্টরা আছে, কোচরা আছে, তারা সহায়তা করবে। ভিডিও অ্যানালিস্ট আছেন, একেক গ্রাউন্ডে একেক পরিসংখ্যান থাকে, সেই অনুযায়ী চেষ্টা করব। তবে আসলে এত কিছু চিন্তা করছি না। আগে যাই, দেখি কী হয়। সবাই এটাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। ’
দেশের হয়ে সব ফরম্যাটেই খেলতে চান তাসকিন। তিনি বলেন, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই, ভাই...সব ফরম্যাট। যদি কখনো দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে মনে হয় না। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার উপযুক্ত সময়। ওয়ার্ল্ডক্লাস হওয়া আমার স্বপ্ন। এখনো আসলে ওই সময় আসে নাই যে আমার বিশ্রাম দরকার। যদি কখনো মনে হয় যে পেরে উঠতে পারছি না, তখন হয়তো বিশ্রাম নেব। কিন্তু এখনো ওই সময় হয় নাই। আসলে প্রত্যেকটা সিরিজই কঠিন। ইনজুরিতে থাকি আর না থাকি। এটাও চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিতেই হবে। ’