যেসকল অভ্যাস আয়ত্ত করা জরুরি

#
news image

অফিসের কাজ, ঘর গোছানো, রান্না করা- সব ঠিকঠাক সামলানো বেশ একটা ঝক্কির কাজ। তারপরেও দিনশেষে দেখা যায় অপরিষ্কার কাপড় পড়ে আছে এখানে সেখানে কিংবা রান্নাঘরের সিঙ্কে জমে আছে এঁটো বাসনকোসন। কাজ গুছিয়ে করার জন্য কিছু অভ্যাস আয়ত্ত করা জরুরি। এতে বাড়তি সময় নষ্ট না করেও ঘর রাখা যাবে টিপটপ।

জেনে নিন অভ্যাসগুলো কী কী-

১. সকালে ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ফেলুন। এতে ঘর পরিষ্কারের জন্য খুব বেশি সময় লাগবে না। অফিস থেকে ফিরে গোছানো বিছানা দেবে আরামও।

২. রান্না শেষ করার পর পরই কয়েক মিনিট সময় বেশি নিয়ে তেল-মসলা ছিটে পড়া চুলা ও মেঝে পরিষ্কার করে ফেলুন। 

৩. খাবার শেষ করার পর এঁটো বাসন সিঙ্কে জমিয়ে না রেখে পরিষ্কার করে র্যাকে তুলে রাখুন।

৪. বাইরে থেকে ফিরে মেঝেতে জুতা রাখবেন না। সঙ্গে সঙ্গে উঠিয়ে রাখুন জুতার র্যাকে। 

৫. অপরিষ্কার কাপড় মেঝেতে বা চেয়ারে না রেখে নির্দিষ্ট বাস্কেটে রাখার অভ্যাস করুন।

৬. ঘরে রাখা ময়লার ঝুরি নিয়মিত পরিষ্কার করা জরুরি। দিনের নির্দিষ্ট সময়ে এগুলো খালি করে ফেলুন।

৭. মেঝেতে পানি পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। রেখে দিলে মেঝেতে দাগ পড়ে যাবে।  

নাগরিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৪,  10:48 PM

news image

অফিসের কাজ, ঘর গোছানো, রান্না করা- সব ঠিকঠাক সামলানো বেশ একটা ঝক্কির কাজ। তারপরেও দিনশেষে দেখা যায় অপরিষ্কার কাপড় পড়ে আছে এখানে সেখানে কিংবা রান্নাঘরের সিঙ্কে জমে আছে এঁটো বাসনকোসন। কাজ গুছিয়ে করার জন্য কিছু অভ্যাস আয়ত্ত করা জরুরি। এতে বাড়তি সময় নষ্ট না করেও ঘর রাখা যাবে টিপটপ।

জেনে নিন অভ্যাসগুলো কী কী-

১. সকালে ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে ফেলুন। এতে ঘর পরিষ্কারের জন্য খুব বেশি সময় লাগবে না। অফিস থেকে ফিরে গোছানো বিছানা দেবে আরামও।

২. রান্না শেষ করার পর পরই কয়েক মিনিট সময় বেশি নিয়ে তেল-মসলা ছিটে পড়া চুলা ও মেঝে পরিষ্কার করে ফেলুন। 

৩. খাবার শেষ করার পর এঁটো বাসন সিঙ্কে জমিয়ে না রেখে পরিষ্কার করে র্যাকে তুলে রাখুন।

৪. বাইরে থেকে ফিরে মেঝেতে জুতা রাখবেন না। সঙ্গে সঙ্গে উঠিয়ে রাখুন জুতার র্যাকে। 

৫. অপরিষ্কার কাপড় মেঝেতে বা চেয়ারে না রেখে নির্দিষ্ট বাস্কেটে রাখার অভ্যাস করুন।

৬. ঘরে রাখা ময়লার ঝুরি নিয়মিত পরিষ্কার করা জরুরি। দিনের নির্দিষ্ট সময়ে এগুলো খালি করে ফেলুন।

৭. মেঝেতে পানি পড়ে গেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। রেখে দিলে মেঝেতে দাগ পড়ে যাবে।