বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে ২১ জন নিহত: গভর্ণর
নাগরিক আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, 10:12 PM
বেলগোরোদে ইউক্রেনের গোলাবর্ষণে ২১ জন নিহত: গভর্ণর
রাশিয়ার সীমান্ত নগরী বেলগোরোদের গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাাডকভ রোববার বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশুসহ ২১ জন নিহত ও ৩০টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষতি হয়েছে।
গ্ল্যাডকভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বেলগোরোদ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। ১৭ শিশুসহ ১১০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।”খবর এএফপি’র।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্র ও শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেলগোরোদ ও এর বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এ সময়ে ক্লাস্টার বোমাও ব্যবহার করা হয়।
মন্ত্রণালয় বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রকেট ও বেশিরভাগ শেলগুলিকে বাধা দেয় এবং শুক্রবার রাতে বেলগোরোদের বিভিন্ন এলাকার ১৩টি রকেট ধ্বংস করে।
নাগরিক আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, 10:12 PM
রাশিয়ার সীমান্ত নগরী বেলগোরোদের গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাাডকভ রোববার বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশুসহ ২১ জন নিহত ও ৩০টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষতি হয়েছে।
গ্ল্যাডকভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বেলগোরোদ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। ১৭ শিশুসহ ১১০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।”খবর এএফপি’র।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্র ও শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেলগোরোদ ও এর বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এ সময়ে ক্লাস্টার বোমাও ব্যবহার করা হয়।
মন্ত্রণালয় বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রকেট ও বেশিরভাগ শেলগুলিকে বাধা দেয় এবং শুক্রবার রাতে বেলগোরোদের বিভিন্ন এলাকার ১৩টি রকেট ধ্বংস করে।