ইরানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে নিহত ৩২

#
news image

ইরানের উত্তরাঞ্চলের একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩২ জন। একই ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, গিলান প্রদেশের ল্যাঙ্গারুড শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুনে এই হতাহতের ঘটনা ঘটে। জালাই বলেন, ‘আহত সবার অবস্থাই গুরুতর।’

তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রদেশটির প্রধান বিচারক ইসমায়েল সাদেগি দুর্ঘটনাটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মাদক নিরাময় কেন্দ্রটিতে ৪০ জনের চিকিৎসার ব্যবস্থা ছিল।

ইসমায়েল সাদেগি বলেন, ‘এ ঘটনায় সন্দেভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মাদক নিরাময় কেন্দ্রটির ম্যানেজারও রয়েছে।’

আগুনের বেশ কয়েকটি ফুটেজ প্রকাশ করেছে আইএসএনএ। ওই সব ভিডিওতে দেখা যায়, আগুনে রাতের আকাশ আলোকিত হয়ে গেছে। বাতাসে উড়ছে ধোঁয়া। আরেকটি ভিডিওতে দেখা যায়, জরুরি পরিষেবা, দমকলকর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে। আগুনে মাদক নিরাময় কেন্দ্রটির ছাঁদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৩,  8:24 PM

news image

ইরানের উত্তরাঞ্চলের একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩২ জন। একই ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলানের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, গিলান প্রদেশের ল্যাঙ্গারুড শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুনে এই হতাহতের ঘটনা ঘটে। জালাই বলেন, ‘আহত সবার অবস্থাই গুরুতর।’

তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রদেশটির প্রধান বিচারক ইসমায়েল সাদেগি দুর্ঘটনাটির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। মাদক নিরাময় কেন্দ্রটিতে ৪০ জনের চিকিৎসার ব্যবস্থা ছিল।

ইসমায়েল সাদেগি বলেন, ‘এ ঘটনায় সন্দেভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মাদক নিরাময় কেন্দ্রটির ম্যানেজারও রয়েছে।’

আগুনের বেশ কয়েকটি ফুটেজ প্রকাশ করেছে আইএসএনএ। ওই সব ভিডিওতে দেখা যায়, আগুনে রাতের আকাশ আলোকিত হয়ে গেছে। বাতাসে উড়ছে ধোঁয়া। আরেকটি ভিডিওতে দেখা যায়, জরুরি পরিষেবা, দমকলকর্মী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে। আগুনে মাদক নিরাময় কেন্দ্রটির ছাঁদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।