নান্দাইলে অবৈধভাবে মাদ্রাসার  অধ্যক্ষ নিয়োগের অভিযোগ

#
news image

ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ সংক্রান্ত নীতিমালাকে উপেক্ষা করে অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগের অভিযোগ উঠেছে। পাশাপাশি সরজমিন তদন্তপূর্বক উক্ত নিয়োগ বাতিলের দাবি সহ নীতিমালা অনুযায়ী নতুন করে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার দাবী জানিয়েছে ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অভিযোগ সূত্রে জানাগেছে, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত অন্যতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে এমন অনিয়মের কান্ড ঘটেছে। অত্র মাদ্রাসায় বর্তমানে দায়িত্বরত অধ্যক্ষ মো: মঞ্জুরুল হাসানকে ২০ ডিসেম্বর ২০০০ সনে সরকারি নীতিমালা সম্পূর্ণভাবে উপেক্ষা করে অবৈধ উপায়ে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ নিয়োগ বিধিমালায় ১২ বছর চাকুরীর অভিজ্ঞতা থাকলেও মাত্র ৩ বছর চাকুরীর অভিজ্ঞতা দিয়েই অধ্যক্ষ পদে তাকে নিয়োগ করা হয়েছে। যা নিয়ে এলাকার সুশীল সমাজ সহ সর্ব মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উক্ত অধ্যক্ষ মঞ্জুরুল হাসান ১৩ নভেম্বর ১৯৯৭ইং সনে সরারচর ফাজিল মাদ্রাসায় অনৈতিকভাবে নিয়োগ পাওয়ার কিছুদিন যেতে না যেতেই ব্যানবেইস অফিসের একটি পত্রে তার নিয়োগটি অবৈধ বিবেচিত হয়। এর পরপরই তাকে উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ ২০০০ সনে ডিসেম্বর মাসে চাকুরী থেকে তাকে অব্যাহতি প্রদান করে। অভিযোগ পত্রে অধ্যক্ষ মঞ্জুরুল হাসান জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসাবে উল্লেখ করা হয়।

এছাড়া অধ্যক্ষ মঞ্জুরুল হাসান নিয়োগ পাওয়ার পর বিভিন্ন সময়ে তিনি অনৈতিকভাবে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক/কর্মচারী নিয়োগ দিয়েছেন। সাম্প্রতিক সময়েও আরও ছয়টি নিয়োগ বাণিজ্য করার চেষ্টায় লিপ্ত রয়েছে। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষা মান উন্নয়নের কথা চিন্তা করে অবৈধ নিয়োগটি বাতিল সহ নীতিমালা অনুযায়ী দক্ষ অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জোর সুপারিশ জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে সাবেক বিদ্যুৎ সাহী সদস্য আমিনুল হক ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর দাখিল করা হয়েছে। এ বিষয়ে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হাসানের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর বক্তব্য নেওয়ার জন্য পুনরায় কল দিলে এ ব্যাপারে কোন মতামত দিতে রাজি হননি।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাই নাই। তবে গেজেট দেখে বলতে পারবো অধ্যক্ষ নিয়োগে কত বৎসর শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন ? অভিযোগ পেলে বিষয়টি দেখবো।

মো. শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ)

০২ জুলাই, ২০২৩,  9:11 PM

news image

ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়োগ সংক্রান্ত নীতিমালাকে উপেক্ষা করে অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগের অভিযোগ উঠেছে। পাশাপাশি সরজমিন তদন্তপূর্বক উক্ত নিয়োগ বাতিলের দাবি সহ নীতিমালা অনুযায়ী নতুন করে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার দাবী জানিয়েছে ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

অভিযোগ সূত্রে জানাগেছে, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত অন্যতম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে এমন অনিয়মের কান্ড ঘটেছে। অত্র মাদ্রাসায় বর্তমানে দায়িত্বরত অধ্যক্ষ মো: মঞ্জুরুল হাসানকে ২০ ডিসেম্বর ২০০০ সনে সরকারি নীতিমালা সম্পূর্ণভাবে উপেক্ষা করে অবৈধ উপায়ে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ নিয়োগ বিধিমালায় ১২ বছর চাকুরীর অভিজ্ঞতা থাকলেও মাত্র ৩ বছর চাকুরীর অভিজ্ঞতা দিয়েই অধ্যক্ষ পদে তাকে নিয়োগ করা হয়েছে। যা নিয়ে এলাকার সুশীল সমাজ সহ সর্ব মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উক্ত অধ্যক্ষ মঞ্জুরুল হাসান ১৩ নভেম্বর ১৯৯৭ইং সনে সরারচর ফাজিল মাদ্রাসায় অনৈতিকভাবে নিয়োগ পাওয়ার কিছুদিন যেতে না যেতেই ব্যানবেইস অফিসের একটি পত্রে তার নিয়োগটি অবৈধ বিবেচিত হয়। এর পরপরই তাকে উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ ২০০০ সনে ডিসেম্বর মাসে চাকুরী থেকে তাকে অব্যাহতি প্রদান করে। অভিযোগ পত্রে অধ্যক্ষ মঞ্জুরুল হাসান জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসাবে উল্লেখ করা হয়।

এছাড়া অধ্যক্ষ মঞ্জুরুল হাসান নিয়োগ পাওয়ার পর বিভিন্ন সময়ে তিনি অনৈতিকভাবে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানে কয়েকজন শিক্ষক/কর্মচারী নিয়োগ দিয়েছেন। সাম্প্রতিক সময়েও আরও ছয়টি নিয়োগ বাণিজ্য করার চেষ্টায় লিপ্ত রয়েছে। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষা মান উন্নয়নের কথা চিন্তা করে অবৈধ নিয়োগটি বাতিল সহ নীতিমালা অনুযায়ী দক্ষ অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জোর সুপারিশ জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে সাবেক বিদ্যুৎ সাহী সদস্য আমিনুল হক ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর দাখিল করা হয়েছে। এ বিষয়ে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মঞ্জুরুল হাসানের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁর বক্তব্য নেওয়ার জন্য পুনরায় কল দিলে এ ব্যাপারে কোন মতামত দিতে রাজি হননি।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাই নাই। তবে গেজেট দেখে বলতে পারবো অধ্যক্ষ নিয়োগে কত বৎসর শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন ? অভিযোগ পেলে বিষয়টি দেখবো।