সুদানে তীব্র যুদ্ধ, পুলিশের ঘাঁটি দখল আরএসএফের 

#
news image

সপ্তান্তে তিনটি শহরে লড়াই তীব্র রূপ ধারণ করেছে। শহর তিনটি হল খার্তুম, বাহরি ও ওমডুরমান। সুদানের সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ) এর মধ্যে লড়াই এখন একাদশ সপ্তাহে গড়িয়েছে। সূত্র: আল আরাবিয়া

আরএসএফ জানিয়েছে, রাজধানী খার্তুমে প্রচন্ড লড়্ইায়ের পর তারা ভারী অস্ত্রসজ্জিত পুলিশের প্রধান ঘঁিটিটি দখল করে নিয়েছে। রোববার এক বিবৃতিতে আরএসএফ জানায়, রাজধানীর দক্ষিণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের ঘাঁটিতে এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। বিশাল ঘাঁটির ভেতরে আরএসএফ যোদ্ধাদের উল্লাস প্রকাশ করতে এবং গুদাম থেকে গুলির বাক্স বের করার ফুটেজও প্রকাশ করা হয়েছে। সেনা বাহিনী বা পুলিশের তরফ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, সুদানের দারফুর অঞ্চলের বৃহত্তম শহর নায়েলায় সম্প্রতি সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সেখানে জাতিগতভাবে লোকদের হামলার লক্ষবস্তুতে পরিণত করা ও হত্যাকান্ড চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

খার্তুম ও আল-জেনেইনা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দারফুর ও কর্দোফান অঞ্চলের বিভিন্ন অংশেও লড়াই তীব্র হয়েছে।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর কয়েক দফা যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হওয়ার পরও তার পালনে ব্যর্থ হয়েছে যুদ্ধরত দু’পক্ষ। গত সপ্তাহে এ আলোচনা স্থগিত করা হয়।

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৩,  10:55 AM

news image

সপ্তান্তে তিনটি শহরে লড়াই তীব্র রূপ ধারণ করেছে। শহর তিনটি হল খার্তুম, বাহরি ও ওমডুরমান। সুদানের সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ) এর মধ্যে লড়াই এখন একাদশ সপ্তাহে গড়িয়েছে। সূত্র: আল আরাবিয়া

আরএসএফ জানিয়েছে, রাজধানী খার্তুমে প্রচন্ড লড়্ইায়ের পর তারা ভারী অস্ত্রসজ্জিত পুলিশের প্রধান ঘঁিটিটি দখল করে নিয়েছে। রোববার এক বিবৃতিতে আরএসএফ জানায়, রাজধানীর দক্ষিণে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের ঘাঁটিতে এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। বিশাল ঘাঁটির ভেতরে আরএসএফ যোদ্ধাদের উল্লাস প্রকাশ করতে এবং গুদাম থেকে গুলির বাক্স বের করার ফুটেজও প্রকাশ করা হয়েছে। সেনা বাহিনী বা পুলিশের তরফ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, সুদানের দারফুর অঞ্চলের বৃহত্তম শহর নায়েলায় সম্প্রতি সহিংসতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সেখানে জাতিগতভাবে লোকদের হামলার লক্ষবস্তুতে পরিণত করা ও হত্যাকান্ড চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

খার্তুম ও আল-জেনেইনা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দারফুর ও কর্দোফান অঞ্চলের বিভিন্ন অংশেও লড়াই তীব্র হয়েছে।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর কয়েক দফা যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হওয়ার পরও তার পালনে ব্যর্থ হয়েছে যুদ্ধরত দু’পক্ষ। গত সপ্তাহে এ আলোচনা স্থগিত করা হয়।