কাশিয়ানীতে আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘোষণা

#
news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজমের স্বাক্ষরিত এক নামের তালিকার সমন্বয় এই কমিটি ঘোষণা করা হয়

গোপালগঞ্জের বর্ষীয়ান দুই নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি মহোদয়গণ তথ্য উপাত্ত সংগ্রহ বিচার বিশ্লেষণ পূর্বক দলকে সুসংগঠিত রাখার প্রত্যয় নবগঠিত কমিটির অনুমোদন দেন।

গোপালগঞ্জ আওয়ামী লীগের নিজ কার্যালয়ে থেকে নবনির্বাচিত কমিটির ঘোষণা পত্রটি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন মাহাবুব আলী খান ও জিএম সাহাবউদ্দিন আজম।

কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি প্রকৃত আওয়ামী লীগার,দলের জন্য উৎস্বর্গিয় নেতা দের নিয়ে আজকের এই কমিটি গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির বর্ষীয়ান নেতারা।

সভাপতি মোঃ মোক্তার হোসেনের পাশে সহ-সভাপতি হিসাবে আছেন শামসুন্নাহার মিনাজামান , আলীমুজ্জামান পানু,মঞ্জুয়ারা বেগম,এস এম কামাল সিকদার সেলিম, বায়েজিদ আহমেদ, শরাফত হোসেন লাভলু, খায়রুজ্জামান খায়ের, কেএম মানোয়ার,ও জামিলুর রহমান জাপান। 

সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সাথে যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে রাখা হয়েছে এ্যড:ফারূক আহমেদ,লুৎফর রহমান লুথু ও,বিপ্লব মন্ডলকে।

সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ আলী সিকদার খোকন, মোঃ মশিউর রহমান ও মোঃ মফিজুর রহমান। আনুসাঙ্গিক পদবিন্যাস এ আছে আরো ১৯জনের নাম।

এছাড়া ৩৪জনকে সদস্য হিসাবে রাখা হয়েছে এই কমিটিতে।১৪টি ইউনিয়নের তথ্য সূত্র মতে, ফুকরা ইউনিয়নে ৮জন,নিজামকান্দী ২,বেথুড়ী ৪, সিং গা ২,হাতিয়াড়া ২,পুইশুর ৫,রাজপাট ৫, মাহামুদ পুর ৩, মহেশপুর ৭, কাশিয়ানী ১১,সাজাইল ৪, পারুলিয়া৪,রাতইল৪,ওড়াকান্দি ৯ মোট ৭০জনের এই নামের তালিকা নবনির্বাচিত কমিটিতে প্রকাশ করা হয়েছে।

এম এ জামান কাশিয়ানী (গোপালগঞ্জ)

২১ মে, ২০২৩,  6:01 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজমের স্বাক্ষরিত এক নামের তালিকার সমন্বয় এই কমিটি ঘোষণা করা হয়

গোপালগঞ্জের বর্ষীয়ান দুই নেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান এমপি মহোদয়গণ তথ্য উপাত্ত সংগ্রহ বিচার বিশ্লেষণ পূর্বক দলকে সুসংগঠিত রাখার প্রত্যয় নবগঠিত কমিটির অনুমোদন দেন।

গোপালগঞ্জ আওয়ামী লীগের নিজ কার্যালয়ে থেকে নবনির্বাচিত কমিটির ঘোষণা পত্রটি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেন মাহাবুব আলী খান ও জিএম সাহাবউদ্দিন আজম।

কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি প্রকৃত আওয়ামী লীগার,দলের জন্য উৎস্বর্গিয় নেতা দের নিয়ে আজকের এই কমিটি গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির বর্ষীয়ান নেতারা।

সভাপতি মোঃ মোক্তার হোসেনের পাশে সহ-সভাপতি হিসাবে আছেন শামসুন্নাহার মিনাজামান , আলীমুজ্জামান পানু,মঞ্জুয়ারা বেগম,এস এম কামাল সিকদার সেলিম, বায়েজিদ আহমেদ, শরাফত হোসেন লাভলু, খায়রুজ্জামান খায়ের, কেএম মানোয়ার,ও জামিলুর রহমান জাপান। 

সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সাথে যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে রাখা হয়েছে এ্যড:ফারূক আহমেদ,লুৎফর রহমান লুথু ও,বিপ্লব মন্ডলকে।

সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ আলী সিকদার খোকন, মোঃ মশিউর রহমান ও মোঃ মফিজুর রহমান। আনুসাঙ্গিক পদবিন্যাস এ আছে আরো ১৯জনের নাম।

এছাড়া ৩৪জনকে সদস্য হিসাবে রাখা হয়েছে এই কমিটিতে।১৪টি ইউনিয়নের তথ্য সূত্র মতে, ফুকরা ইউনিয়নে ৮জন,নিজামকান্দী ২,বেথুড়ী ৪, সিং গা ২,হাতিয়াড়া ২,পুইশুর ৫,রাজপাট ৫, মাহামুদ পুর ৩, মহেশপুর ৭, কাশিয়ানী ১১,সাজাইল ৪, পারুলিয়া৪,রাতইল৪,ওড়াকান্দি ৯ মোট ৭০জনের এই নামের তালিকা নবনির্বাচিত কমিটিতে প্রকাশ করা হয়েছে।