শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

#
news image

প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনার লয়াল্টি আইল্যান্ডসএর কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ৩৮ কিলোমিটার নীচে সৃষ্টি হয়। রয়টার্স, বিবিসি

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভানুয়াতিতে এক মিটার উঁচু এবং ফিজি, ন্উি ক্যালেডোনিয়া ও কিরিবাতিতে ০.৩ মিটার পর্যন্ত জলোচ্ছাস সৃষ্টি হতে পারে।

নিউজিল্যান্ডের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সতকর্তা জানিয়ে বলেছে, দেশটির উপকুলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং সৈকতগুলোতে অভাবনীয় জোয়ারের সৃষ্টি হতে পারে। দেশটি জানিয়েছে, ভূমিকম্প তাদের দেশের জন্য সুনামির হুমকি সৃষ্টি করবে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পাপুয়া ন্উিগিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও ছোট আকারের ঢেউ সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, তাদের পূর্ব উপকুলের লর্ড হাওই দ্বীপও জলোচ্চাসের হুমকিতে রয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৩,  12:35 PM

news image
ফাইল ছবি

প্রশান্ত মহাসাগরের নিউ ক্যালেডোনার লয়াল্টি আইল্যান্ডসএর কাছে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি ভূগর্ভের ৩৮ কিলোমিটার নীচে সৃষ্টি হয়। রয়টার্স, বিবিসি

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভানুয়াতিতে এক মিটার উঁচু এবং ফিজি, ন্উি ক্যালেডোনিয়া ও কিরিবাতিতে ০.৩ মিটার পর্যন্ত জলোচ্ছাস সৃষ্টি হতে পারে।

নিউজিল্যান্ডের অসামরিক প্রতিরক্ষা বিভাগ সতকর্তা জানিয়ে বলেছে, দেশটির উপকুলীয় এলাকাগুলোতে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং সৈকতগুলোতে অভাবনীয় জোয়ারের সৃষ্টি হতে পারে। দেশটি জানিয়েছে, ভূমিকম্প তাদের দেশের জন্য সুনামির হুমকি সৃষ্টি করবে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এছাড়াও পাপুয়া ন্উিগিনি, গুয়াম ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপেও ছোট আকারের ঢেউ সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, তাদের পূর্ব উপকুলের লর্ড হাওই দ্বীপও জলোচ্চাসের হুমকিতে রয়েছে।