ইমরান খানকে গ্রেপ্তার না করার আবেদনের রায় হাইকোর্টে স্থগিত

#
news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ৯ মে থেকে করা মামলাগুলোর আগাম জামিন চেয়ে আবেদন লাহোর হাইকোর্ট মঙ্গলবার স্থগিত করেছে। এদিন তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জিওটিভি

পাকিস্তানে বিক্ষোভ চলার সময় তার বিরুদ্ধে বেশ কয়েটি মামলা দায়ের হয়েছে। ৯ মে গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়েই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। সেই সময়ও বেশ কিছু মামলা হয়। 

ডনের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট দুইটি মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে ৮ জুন পর্যন্ত। তবে লাহোরের অ্যান্টি-টেরররিজম কোর্ট ইমরান খানকে সন্ত্রাসমূলক একটি মামলায় ১৯ মে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।   

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ মে অথবা এর পর ইমরান খানের বিরুদ্ধে লাহোরে নিবন্ধন করা কোনো ‘অঘোষিত বা নতুন মামলা’ সম্পর্কে নতুন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের শুনানির সময় বিচারপতি সফদর সেলিম শাহেদ ইমরান খানের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান। উত্তরে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর আদালতকে জানান, ইমরানের সুরক্ষামূলক জামিন নেই।

এতে সরকার পক্ষের আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, ইমরান খানের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনি মন্তব্য করেন, আদালতে হাজির না হয়ে পিটিআই প্রধান আদালতে সুরক্ষামূলক জামিন চাইছেন।

উত্তরে ব্যারিস্টার সফদর বলেন, ইমরান খান সুরক্ষামূলক জামিন চান না। তিনি চান এ মামলা আরও বড় কোনো বেঞ্চে স্থানান্তর করা হোক। এরপর ইমরানকে গ্রেপ্তার না করার আবেদনের রায় স্থগিত ঘোষণা করে উচ্চ আদালত।

আবেদনে ইমরান খান উল্লেখ করেন, তার বিরুদ্ধে ১০০টিরও বেশি রাজনৈতিক মদদপুষ্ট ও বেআইনি মামলা নথিভুক্ত করা হয়েছে । এছাড়াও, পিটিআই নেতা ও কর্মীদের বিরুদ্ধে হাজারো ‘বানোয়াট’ মামলা দায়ের করা হয়েছে। আবেদনে আরও বলা হয়,  ‘হাজারো’ নেতা ও কর্মীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং তাদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না।

নাগরিক অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৩,  5:51 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে ৯ মে থেকে করা মামলাগুলোর আগাম জামিন চেয়ে আবেদন লাহোর হাইকোর্ট মঙ্গলবার স্থগিত করেছে। এদিন তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জিওটিভি

পাকিস্তানে বিক্ষোভ চলার সময় তার বিরুদ্ধে বেশ কয়েটি মামলা দায়ের হয়েছে। ৯ মে গ্রেপ্তার হওয়ার পর দেশজুড়েই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। সেই সময়ও বেশ কিছু মামলা হয়। 

ডনের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট দুইটি মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে ৮ জুন পর্যন্ত। তবে লাহোরের অ্যান্টি-টেরররিজম কোর্ট ইমরান খানকে সন্ত্রাসমূলক একটি মামলায় ১৯ মে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।   

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৯ মে অথবা এর পর ইমরান খানের বিরুদ্ধে লাহোরে নিবন্ধন করা কোনো ‘অঘোষিত বা নতুন মামলা’ সম্পর্কে নতুন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়ার জন্য আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের শুনানির সময় বিচারপতি সফদর সেলিম শাহেদ ইমরান খানের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান। উত্তরে ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর আদালতকে জানান, ইমরানের সুরক্ষামূলক জামিন নেই।

এতে সরকার পক্ষের আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, ইমরান খানের আবেদন গ্রহণযোগ্য নয়। তিনি মন্তব্য করেন, আদালতে হাজির না হয়ে পিটিআই প্রধান আদালতে সুরক্ষামূলক জামিন চাইছেন।

উত্তরে ব্যারিস্টার সফদর বলেন, ইমরান খান সুরক্ষামূলক জামিন চান না। তিনি চান এ মামলা আরও বড় কোনো বেঞ্চে স্থানান্তর করা হোক। এরপর ইমরানকে গ্রেপ্তার না করার আবেদনের রায় স্থগিত ঘোষণা করে উচ্চ আদালত।

আবেদনে ইমরান খান উল্লেখ করেন, তার বিরুদ্ধে ১০০টিরও বেশি রাজনৈতিক মদদপুষ্ট ও বেআইনি মামলা নথিভুক্ত করা হয়েছে । এছাড়াও, পিটিআই নেতা ও কর্মীদের বিরুদ্ধে হাজারো ‘বানোয়াট’ মামলা দায়ের করা হয়েছে। আবেদনে আরও বলা হয়,  ‘হাজারো’ নেতা ও কর্মীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং তাদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না।