তুর্কি সিরিজ ‘দ্য টেইলর’ এত জনপ্রিয় যে কারণে
নাগরিক বিনোদন ডেস্ক
১৩ মে, ২০২৩, 10:27 PM
তুর্কি সিরিজ ‘দ্য টেইলর’ এত জনপ্রিয় যে কারণে
উন্নত মানের ম্যাকিং, সুন্দর কাহিনি আর অভিনয়শিল্পীদের অসাধারণ অভিনয়ের কারণে তুর্কি সিরিজের দর্শক বিশ্বের প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে। দর্শক মাতাতে চলতি বছরের ২ মে নেটফ্লিক্সে মুক্তি দেয়া হয় ‘দ্য টেইলর’ নামের তুর্কি সিরিজটি। মাত্র ১০ দিনের ব্যবধানে এ সিরিজের ভিউ ২৬ মিলিয়ন ছাড়িয়েছে।
সিরিজটির চিত্রনাট্য লেখা হয় ২০২১ সালে। সিরিজটির শুটিং শুরু হয় ২০২২ এর ২৯ মার্চ। অক্টোবরে শুটিং শেষ হলে এই সিরিজটি তুরস্কের টিভি চ্যানেল টিভিএইটে প্রচারের কথা ছিল। তবে সিরিজটি বেশ ব্যয়বহুল হওয়ায় টিভি চ্যানেলটিতে বিক্রি না করে ডিজনি প্লাসে মুক্তির ঘোষণা দেওয়া হয়। আর মুক্তির আগেই সেটি কিনে নেয় নেটফ্লিক্স। কেন এ সিরিজটি এত অল্প সময়ে দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে? কারণ হিসেবে জানা যায়, সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
সিরিজটিতে দেখা যায়, পিয়ামি ডকুমেজি নামের এক তরুণ দর্জি অল্প সময়ের মধ্যেই পরিচিতি পায়। আর ঘটনা ক্রমে ওই দর্জি বাড়িতে পোশাক বানাতে আসা দামিত্রি নামে এক নারীর সঙ্গে পরিচয় ঘটে পিয়ামির। তাদের প্রথম সাক্ষাতের পর ভালো লাগাই ধীরে ধীরে প্রণয়ে রূপ নেয়। সিরিজটিতে দর্জি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা চাগাতায় উলুসয়।
এ ছাড়া আরও অভিনয় করেছেন শিফানুর গুল, সালিহ বাদেমজি প্রমুখ।
নাগরিক বিনোদন ডেস্ক
১৩ মে, ২০২৩, 10:27 PM
উন্নত মানের ম্যাকিং, সুন্দর কাহিনি আর অভিনয়শিল্পীদের অসাধারণ অভিনয়ের কারণে তুর্কি সিরিজের দর্শক বিশ্বের প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে। দর্শক মাতাতে চলতি বছরের ২ মে নেটফ্লিক্সে মুক্তি দেয়া হয় ‘দ্য টেইলর’ নামের তুর্কি সিরিজটি। মাত্র ১০ দিনের ব্যবধানে এ সিরিজের ভিউ ২৬ মিলিয়ন ছাড়িয়েছে।
সিরিজটির চিত্রনাট্য লেখা হয় ২০২১ সালে। সিরিজটির শুটিং শুরু হয় ২০২২ এর ২৯ মার্চ। অক্টোবরে শুটিং শেষ হলে এই সিরিজটি তুরস্কের টিভি চ্যানেল টিভিএইটে প্রচারের কথা ছিল। তবে সিরিজটি বেশ ব্যয়বহুল হওয়ায় টিভি চ্যানেলটিতে বিক্রি না করে ডিজনি প্লাসে মুক্তির ঘোষণা দেওয়া হয়। আর মুক্তির আগেই সেটি কিনে নেয় নেটফ্লিক্স। কেন এ সিরিজটি এত অল্প সময়ে দেশ বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে? কারণ হিসেবে জানা যায়, সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।
সিরিজটিতে দেখা যায়, পিয়ামি ডকুমেজি নামের এক তরুণ দর্জি অল্প সময়ের মধ্যেই পরিচিতি পায়। আর ঘটনা ক্রমে ওই দর্জি বাড়িতে পোশাক বানাতে আসা দামিত্রি নামে এক নারীর সঙ্গে পরিচয় ঘটে পিয়ামির। তাদের প্রথম সাক্ষাতের পর ভালো লাগাই ধীরে ধীরে প্রণয়ে রূপ নেয়। সিরিজটিতে দর্জি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা চাগাতায় উলুসয়।
এ ছাড়া আরও অভিনয় করেছেন শিফানুর গুল, সালিহ বাদেমজি প্রমুখ।