হিরো আলমের ফেসবুক পেজ আইডি হ্যাকড

#
news image

“হিরো আলম নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আমার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা।

কী কারণে আমার আইডি হ্যাক করেছে এবং তারা যে আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটাও স্বীকার করেছে।” এমনটাই মঙ্গলবার জানিয়েছেন হিরো আলম। এ প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, ‘যে ছেলেটা হ্যাক করেছে তার নাম মিঞা আসকার। তিনি দেশের বাইরে থাকেন।

যেহেতু তারা দেশের বাইরে থাকেন, তাদের নাকি আমরা কিছু করতে পারব না। এখন আমি ডিবি অফিসে যাচ্ছি। মূলত একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।’

এদিকে, এবার ঈদে হিরো আলমের সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও তা মুক্তি পায়নি। কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে তার নতুন গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘ব্যর্থ প্রেমিক’। এর কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন আলী জুলফিকার জিহাদী। গানটির সংগীত আয়োজন করেছেন মোশাররাফ সেতু।

নাগরিক বিনোদন ডেস্ক

০৩ মে, ২০২৩,  9:20 AM

news image

“হিরো আলম নামে যে ফেসবুক পেজটি ছিল, সেটি হ্যাক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় আমার ব্যক্তিগত ‘আশরাফুল হোসেন আলম’ নামে আইডিও হ্যাক করা হয়েছে। সেখানে বিভিন্ন লেখাও পোস্ট করেছে হ্যাকাররা।

কী কারণে আমার আইডি হ্যাক করেছে এবং তারা যে আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটাও স্বীকার করেছে।” এমনটাই মঙ্গলবার জানিয়েছেন হিরো আলম। এ প্রসঙ্গে হিরো আলম আরও বলেন, ‘যে ছেলেটা হ্যাক করেছে তার নাম মিঞা আসকার। তিনি দেশের বাইরে থাকেন।

যেহেতু তারা দেশের বাইরে থাকেন, তাদের নাকি আমরা কিছু করতে পারব না। এখন আমি ডিবি অফিসে যাচ্ছি। মূলত একটা চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমাকে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহপাক কাউকে যদি না মারে, কেউ কাউকে মারতে পারে না।’

এদিকে, এবার ঈদে হিরো আলমের সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও তা মুক্তি পায়নি। কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে তার নতুন গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘ব্যর্থ প্রেমিক’। এর কথা, সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন আলী জুলফিকার জিহাদী। গানটির সংগীত আয়োজন করেছেন মোশাররাফ সেতু।