এসএসসি ও সমমান পরিক্ষায় রূপগঞ্জে সাড়ে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ

#
news image

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গতকাল ৩০ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯টি পরিক্ষা কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৫ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সাধারণ শিক্ষা বোর্ডে ৫ হাজার ৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ২৩৩৭ জন ছাত্র এবং ছাত্রী ২৬৭৯ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩৬৩ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী। ২০২৩ এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরিক্ষা কেন্দ্রে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হয়েছে ।

কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে দেখা গেছে। ট্রেজারি-থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারেনি। সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল থেকে ২৩শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪শে মে শুরু হয়ে ৩০শে মে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল হতে ২৫শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭শে মে শুরু হয়ে ৩রা জুন শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল থেকে ২৩শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫শে মে শুরু হয়ে ৪ঠা জুন শেষ হবে।

মঞ্জুর এলাহী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

৩০ এপ্রিল, ২০২৩,  9:12 PM

news image

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গতকাল ৩০ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯টি পরিক্ষা কেন্দ্রে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৫ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

সাধারণ শিক্ষা বোর্ডে ৫ হাজার ৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ২৩৩৭ জন ছাত্র এবং ছাত্রী ২৬৭৯ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩৬৩ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী। ২০২৩ এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরিক্ষা কেন্দ্রে ঘুরে দেখা যায়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হয়েছে ।

কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে দেখা গেছে। ট্রেজারি-থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারেনি। সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল থেকে ২৩শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪শে মে শুরু হয়ে ৩০শে মে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল হতে ২৫শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭শে মে শুরু হয়ে ৩রা জুন শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল থেকে ২৩শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫শে মে শুরু হয়ে ৪ঠা জুন শেষ হবে।