সেভাস্তোপোলে ড্রোন হামলা প্রতিহত করেছে রুশ ব্ল্যাক সি ফ্লিট

#
news image

রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা প্রতিহত করেছে। সোমবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। নগরীর গভর্নর মিখাইল রাজভোঝায়েভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, 'সর্বশেষ তথ্য অনুযায়ী, একটি হোভারিং ড্রোন ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয়টি নিজেই বিস্ফোরিত হয়েছে। শহরটা এখন শান্ত। কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি এখনও।' সেভাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কৃষ্ণ সাগরের বন্দর নগরী থেকে যাত্রীবাহী ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।

ড্রোন হামলা বা ঝড়ের কারণে সেভাস্তোপোলের যান চলাচলও অবরুদ্ধ ছিল, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছিল, তবে এর সংযুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। ইউক্রেন সেভাস্তোপোলে ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। কিয়েভ কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার দায় স্বীকার করেনি।

নাগরিক অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৩,  4:30 PM

news image

রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহর ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে ড্রোন হামলা প্রতিহত করেছে। সোমবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। নগরীর গভর্নর মিখাইল রাজভোঝায়েভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, 'সর্বশেষ তথ্য অনুযায়ী, একটি হোভারিং ড্রোন ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয়টি নিজেই বিস্ফোরিত হয়েছে। শহরটা এখন শান্ত। কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি এখনও।' সেভাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কৃষ্ণ সাগরের বন্দর নগরী থেকে যাত্রীবাহী ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।

ড্রোন হামলা বা ঝড়ের কারণে সেভাস্তোপোলের যান চলাচলও অবরুদ্ধ ছিল, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। রাশিয়া ২০১৪ সালে একটি গণভোটে ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছিল, তবে এর সংযুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়নি। ইউক্রেন সেভাস্তোপোলে ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। কিয়েভ কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে বা রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার দায় স্বীকার করেনি।