শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

ষষ্ঠ সন্তানের বাবা হলেন ৬৩ বছর বয়সী গায়ক

#
news image

জামাল আবদিল্লাহ মালয়েশিয়ার জনপ্রিয় পপ গায়ক। সম্প্রতি ষষ্ঠ সন্তানের বাবা হয়েছেন, যা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ সংবাদ নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো।

এক নয়, দুই নয়, তিন নয় চতুর্থতম স্ত্রী  ইজ্জাতির ঘরে গায়কের ষষ্ঠতম সন্তানের জন্ম। কন্যাসন্তান জন্ম নেয়া মেয়ের নাম রাখা হয়েছে রাহিল লরা সালসাবিল ইয়ামানি। গায়ক জামালের জনপ্রিয়তা মালয়েশিয়ায় আকাশচুম্বী। শুধু তাই নয়, তিনি মালয়েশিয়ার বাইরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত গান করেন। পাশপাশি সিনেমা, ড্রামাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ জনপ্রিয়তার কারণেই গায়ক জামালের নারী ভক্তের সংখ্যা বেশি।

যার কারণে একে একে ৪টি বিয়ে করেছেন এ সুপারস্টার। তবে তিনটি বিয়ে না টিকলেও চতুর্থতম বিয়েটিতে জীবনের ঠিকানা খুঁজে পেয়েছেন গায়ক। যদিও ২৭ বছর বয়সি স্ত্রী ইজ্জাতির সঙ্গে জামালের ৩৬ বছর বয়সের ব্যবধান রয়েছে। কুয়ালালামপুরের সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, গায়ক জামালের এ সন্তান ষষ্ঠতম হলেও জামাল -ইজ্জাতির সংসারে তাদের এ সন্তান চতুর্থতম। জামালের আগে বিয়ে করা সংসারে দুই ছেলেসন্তান রয়েছে। তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর।

বাবার পথ ধরে দুই ছেলেই নিজেদের গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এদিকে এ বয়সে ষষ্ঠ সন্তানের মুখ দেখার পর জামাল আবদিল্লাহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ের জন্ম হয়েছে। তাই আমাদের এবারের ঈদটা নতুন সদস্যের উপস্থিতিতে আরও আনন্দে কাটবে।’

নাগরিক বিনোদন ডেস্ক

১৭ এপ্রিল, ২০২৩,  11:00 PM

news image

জামাল আবদিল্লাহ মালয়েশিয়ার জনপ্রিয় পপ গায়ক। সম্প্রতি ষষ্ঠ সন্তানের বাবা হয়েছেন, যা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ সংবাদ নিশ্চিত করেছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রো।

এক নয়, দুই নয়, তিন নয় চতুর্থতম স্ত্রী  ইজ্জাতির ঘরে গায়কের ষষ্ঠতম সন্তানের জন্ম। কন্যাসন্তান জন্ম নেয়া মেয়ের নাম রাখা হয়েছে রাহিল লরা সালসাবিল ইয়ামানি। গায়ক জামালের জনপ্রিয়তা মালয়েশিয়ায় আকাশচুম্বী। শুধু তাই নয়, তিনি মালয়েশিয়ার বাইরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত গান করেন। পাশপাশি সিনেমা, ড্রামাতেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ জনপ্রিয়তার কারণেই গায়ক জামালের নারী ভক্তের সংখ্যা বেশি।

যার কারণে একে একে ৪টি বিয়ে করেছেন এ সুপারস্টার। তবে তিনটি বিয়ে না টিকলেও চতুর্থতম বিয়েটিতে জীবনের ঠিকানা খুঁজে পেয়েছেন গায়ক। যদিও ২৭ বছর বয়সি স্ত্রী ইজ্জাতির সঙ্গে জামালের ৩৬ বছর বয়সের ব্যবধান রয়েছে। কুয়ালালামপুরের সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায়, গায়ক জামালের এ সন্তান ষষ্ঠতম হলেও জামাল -ইজ্জাতির সংসারে তাদের এ সন্তান চতুর্থতম। জামালের আগে বিয়ে করা সংসারে দুই ছেলেসন্তান রয়েছে। তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর।

বাবার পথ ধরে দুই ছেলেই নিজেদের গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এদিকে এ বয়সে ষষ্ঠ সন্তানের মুখ দেখার পর জামাল আবদিল্লাহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ের জন্ম হয়েছে। তাই আমাদের এবারের ঈদটা নতুন সদস্যের উপস্থিতিতে আরও আনন্দে কাটবে।’