গুচ্ছ ভর্তিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নাগরিক প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৩, 8:09 PM
গুচ্ছ ভর্তিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রমে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন। জবি উপাঁচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, এরইমধ্যে প্রজ্ঞাপন পেয়েছি।রাষ্ট্রপতির আদেশ মানতে আমরা বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এবার গুচ্ছ পদ্ধতিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
দ্রুতই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। তিনি বলেন, ইউনিট ভর্তি কমিটিগুলো তাদের কাজ করে যাবে। এ বছরের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমও থাকবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য সব বিষয় বিস্তারিত থাকবে। এর আগে গত শনিবার বিগত সময়ের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা সাধারণ সভা করবো। যেহেতু রাষ্ট্রপতি একটি আদেশ দিয়েছেন তাই সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। কবে সভা হবে সেটি আলোচনাসাপেক্ষে নির্ধারণ করতে হবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, সাধারণ সভাতেই এ বিষয়ে আলোচনা হবে। এর বাইরে আমরা এখন কিছু বলতে পারবো না। যেহেতু ঈদের বন্ধের আর একদিন বাকি তাই ঈদের পরেই হয়ত সভা আয়োজন করা হবে। সভায় যা সিদ্ধান্ত হবে সেটি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, শিক্ষক সমিতির দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়।
এছাড়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে এরই মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকতে মত প্রকাশ করে। তাই সবগুলো বিশ্ববিদ্যালয়কেই গুচ্ছ ভর্তি পদ্ধতিতে রাখতে প্রজ্ঞাপন জারি করে ইউজিসিকে দায়িত্ব দিলেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য।
নাগরিক প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৩, 8:09 PM
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রমে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন। জবি উপাঁচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, এরইমধ্যে প্রজ্ঞাপন পেয়েছি।রাষ্ট্রপতির আদেশ মানতে আমরা বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এবার গুচ্ছ পদ্ধতিতেই থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
দ্রুতই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে। তিনি বলেন, ইউনিট ভর্তি কমিটিগুলো তাদের কাজ করে যাবে। এ বছরের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমও থাকবে। বিজ্ঞপ্তিতে অন্যান্য সব বিষয় বিস্তারিত থাকবে। এর আগে গত শনিবার বিগত সময়ের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দায়িত্ব দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। তবে বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আমরা সাধারণ সভা করবো। যেহেতু রাষ্ট্রপতি একটি আদেশ দিয়েছেন তাই সভায় আমরা বিষয়টি নিয়ে আলোচনা করবো। কবে সভা হবে সেটি আলোচনাসাপেক্ষে নির্ধারণ করতে হবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, সাধারণ সভাতেই এ বিষয়ে আলোচনা হবে। এর বাইরে আমরা এখন কিছু বলতে পারবো না। যেহেতু ঈদের বন্ধের আর একদিন বাকি তাই ঈদের পরেই হয়ত সভা আয়োজন করা হবে। সভায় যা সিদ্ধান্ত হবে সেটি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, শিক্ষক সমিতির দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়।
এছাড়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে এরই মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে না থাকতে মত প্রকাশ করে। তাই সবগুলো বিশ্ববিদ্যালয়কেই গুচ্ছ ভর্তি পদ্ধতিতে রাখতে প্রজ্ঞাপন জারি করে ইউজিসিকে দায়িত্ব দিলেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য।