অ্যাসিডে দগ্ধ নারীদের পাশে বলিউডের কিং খান

#
news image

অভিনয় দিয়ে বিশ্বজয় করেছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। কিন্তু রূপালি পর্দার বাইরে তথা বাস্তব জীবনেও যে তিনি হিরো সেটা কিন্তু মাঝে মধ্যে খবর উঠে আসে। আবারও দেখা গেলো সেই চিত্র। যা দেখে রীতিমতো বলিউড বাদশাহকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।

সম্প্রতি তার দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের খেলা দেখার জন্য কলকাতায় এসেছিলেন। এ সময়ে তিনি তার মীর ফাউন্ডেশনের সাথে কাজ করে এমন কয়েকজন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তির সাথে সাক্ষাতের ছবি তুলেছেন এবং সেগুলো তার ফ্যান পেজে শেয়ার করেছেন।

তাদের প্রত্যেকটি নারীর সাথে পোজ দিয়ে ছবি তুলেছেন। এছাড়াও তাদের সাথে অনেকক্ষণ কথা বলে সময় কাটান তিনি, একটি গ্রুপ ছবিও তোলেন।

এক তরুণী শাহরুখের সঙ্গে তোলা ছবি টুইট করে অভিনেতার উদ্দেশে লিখেছেন, “আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকেই তোমার (শাহরুখ) সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল। এবং হ্যাঁ, আজ অবশেষে তোমার দেখা পেলাম। যেভাবে তুমি আমাকে ‘আই লাভ ইউ টু’ বলেছো এবং জড়িয়ে ধরেছো, আমার জীবন পূর্ণ হয়ে গেলো! তোমার পা ছুঁলাম আজ, তুমি আমার ঈশ্বর।’’

মীর ফাউন্ডেশন হচ্ছে শাহরুখ খানের বাবা মীর তাজ মুহাম্মাদ খানের নামে একটি জনকল্যাণমূলক ফাউন্ডেশন যা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি দিল্লি দুর্ঘটনার শিকার অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।

মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শাহরুখ খানের মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে অর্থ দিয়ে সাহায্য প্রদান করেছে। দিল্লির কানঝাওয়াল্রা ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২০ বছর বয়সী অঞ্জলি। পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যু ঘটায় মীর ফাউন্ডেশন তার পরিবারকে এই সাহায্য প্রদান করে।’
শাহরুখ খান সম্প্রতি টাইম ম্যাগাজিনের বার্ষিক টাইম ১০০ মধ্যে তালিকার জরিপে শীর্ষে রয়েছেন। এ জরিপে তিনি ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, অস্কার বিজয়ী মিশেল ইয়োহ এবং মেটা সিইও মার্ক জুকারবার্গের মত ব্যক্তিত্বদের পিছনে ফেলেছেন।

আমেরিকার একটি প্রকাশনার অনুসারে, ১.২ মিলিয়ন ভোটের মধ্যে চার শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। এই নির্বাচনের ক্ষেত্রে, ম্যাগাজিনের পাঠকরা বার্ষিক টাইমের সব চেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার জন্য যাকে যোগ্য মনে করে এমন ব্যক্তিদেরই ভোট প্রদান করে।

 

নাগরিক বিনোদন ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  12:29 PM

news image

অভিনয় দিয়ে বিশ্বজয় করেছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। কিন্তু রূপালি পর্দার বাইরে তথা বাস্তব জীবনেও যে তিনি হিরো সেটা কিন্তু মাঝে মধ্যে খবর উঠে আসে। আবারও দেখা গেলো সেই চিত্র। যা দেখে রীতিমতো বলিউড বাদশাহকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।

সম্প্রতি তার দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচের খেলা দেখার জন্য কলকাতায় এসেছিলেন। এ সময়ে তিনি তার মীর ফাউন্ডেশনের সাথে কাজ করে এমন কয়েকজন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তির সাথে সাক্ষাতের ছবি তুলেছেন এবং সেগুলো তার ফ্যান পেজে শেয়ার করেছেন।

তাদের প্রত্যেকটি নারীর সাথে পোজ দিয়ে ছবি তুলেছেন। এছাড়াও তাদের সাথে অনেকক্ষণ কথা বলে সময় কাটান তিনি, একটি গ্রুপ ছবিও তোলেন।

এক তরুণী শাহরুখের সঙ্গে তোলা ছবি টুইট করে অভিনেতার উদ্দেশে লিখেছেন, “আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকেই তোমার (শাহরুখ) সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল। এবং হ্যাঁ, আজ অবশেষে তোমার দেখা পেলাম। যেভাবে তুমি আমাকে ‘আই লাভ ইউ টু’ বলেছো এবং জড়িয়ে ধরেছো, আমার জীবন পূর্ণ হয়ে গেলো! তোমার পা ছুঁলাম আজ, তুমি আমার ঈশ্বর।’’

মীর ফাউন্ডেশন হচ্ছে শাহরুখ খানের বাবা মীর তাজ মুহাম্মাদ খানের নামে একটি জনকল্যাণমূলক ফাউন্ডেশন যা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি দিল্লি দুর্ঘটনার শিকার অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।

মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শাহরুখ খানের মীর ফাউন্ডেশন অঞ্জলি সিংয়ের পরিবারকে অর্থ দিয়ে সাহায্য প্রদান করেছে। দিল্লির কানঝাওয়াল্রা ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ২০ বছর বয়সী অঞ্জলি। পরিবারের একমাত্র উপার্জনকারীর আকস্মিক মৃত্যু ঘটায় মীর ফাউন্ডেশন তার পরিবারকে এই সাহায্য প্রদান করে।’
শাহরুখ খান সম্প্রতি টাইম ম্যাগাজিনের বার্ষিক টাইম ১০০ মধ্যে তালিকার জরিপে শীর্ষে রয়েছেন। এ জরিপে তিনি ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, অস্কার বিজয়ী মিশেল ইয়োহ এবং মেটা সিইও মার্ক জুকারবার্গের মত ব্যক্তিত্বদের পিছনে ফেলেছেন।

আমেরিকার একটি প্রকাশনার অনুসারে, ১.২ মিলিয়ন ভোটের মধ্যে চার শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। এই নির্বাচনের ক্ষেত্রে, ম্যাগাজিনের পাঠকরা বার্ষিক টাইমের সব চেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার জন্য যাকে যোগ্য মনে করে এমন ব্যক্তিদেরই ভোট প্রদান করে।