সৌদি বিমানবন্দরে এক বছরে ৮ কোটি ৮০ লাখ যাত্রী

#
news image

সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে আগের বছরের তুলনায় গত ২০২২ সালে ৮২ শতাংশ যাত্রী বেড়েছে দেশটির বিমানবন্দরে। এই সংখ্যা ৮ কোটি ৮০ লাখের মতো। 

দেশটির জেনারেল অথিরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) এ সম্পর্কিত বুলেটিনে এক হাজার ৪৪৩টি পরিষেবার উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়, ২০২১ সালের তুলনায় বাণিজ্যিক ফ্লাইট বেড়েছে ৪১ শতাংশ, মোট ৭ লাখ ১০০০ ফ্লাইট। এর মধ্যে সবচেয়ে বড় হিস্যা সৌদি এয়ারলাইনসের, প্রায় ২ লাখ ৮৩ হাজার ফ্লাইট।

সবচেয়ে যাত্রীবহুল ছিল রিয়াদের কিং আব্দুলআজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে রেকর্ড তিন কোটি ২০ লাখ যাত্রী। এরপর রিয়াদের কিং খালিদ এয়ারপোর্ট ও দাম্মামের কিং ফাহাদ এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে যথাক্রমে দুই কোটি ৭০ লাখ ও এক কোটি যাত্রী।

২০২২ সালে প্রতিদিন গড়ে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করেছে ১৩১ দশমিক ২৯টি ও অভ্যন্তরীণ ৫ দশমিক ৯৪টি।

উড়োজাহাজের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রয়েছে ৫৬টি দেশের। আগের বছর ১০টি দেশ কম ছিল। আন্তর্জাতিক গন্তব্যে সবচেয়ে বেশি যাত্রী ও ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ সালে এই সংখ্যায় এগিয়ে ছিল মিসর।

২০২১ সাল থেকে ৪১ শতাংশ বেড়ে গত বছর প্রাইভেট ফ্লাইট ছিল ৬৪ হাজার। 

নাগরিক অনলাইন ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  12:21 PM

news image

সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে আগের বছরের তুলনায় গত ২০২২ সালে ৮২ শতাংশ যাত্রী বেড়েছে দেশটির বিমানবন্দরে। এই সংখ্যা ৮ কোটি ৮০ লাখের মতো। 

দেশটির জেনারেল অথিরিটি ফর স্ট্যাটিস্টিকসের (জিএএসটিএটি) এ সম্পর্কিত বুলেটিনে এক হাজার ৪৪৩টি পরিষেবার উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়, ২০২১ সালের তুলনায় বাণিজ্যিক ফ্লাইট বেড়েছে ৪১ শতাংশ, মোট ৭ লাখ ১০০০ ফ্লাইট। এর মধ্যে সবচেয়ে বড় হিস্যা সৌদি এয়ারলাইনসের, প্রায় ২ লাখ ৮৩ হাজার ফ্লাইট।

সবচেয়ে যাত্রীবহুল ছিল রিয়াদের কিং আব্দুলআজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে রেকর্ড তিন কোটি ২০ লাখ যাত্রী। এরপর রিয়াদের কিং খালিদ এয়ারপোর্ট ও দাম্মামের কিং ফাহাদ এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে যথাক্রমে দুই কোটি ৭০ লাখ ও এক কোটি যাত্রী।

২০২২ সালে প্রতিদিন গড়ে আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করেছে ১৩১ দশমিক ২৯টি ও অভ্যন্তরীণ ৫ দশমিক ৯৪টি।

উড়োজাহাজের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ রয়েছে ৫৬টি দেশের। আগের বছর ১০টি দেশ কম ছিল। আন্তর্জাতিক গন্তব্যে সবচেয়ে বেশি যাত্রী ও ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০২১ সালে এই সংখ্যায় এগিয়ে ছিল মিসর।

২০২১ সাল থেকে ৪১ শতাংশ বেড়ে গত বছর প্রাইভেট ফ্লাইট ছিল ৬৪ হাজার।