শিরোনামঃ
প্লাস্টিক-পলিথিনের ব্যবহার: নিজের ক্ষতির কথা নিজেদেরই ভাবতে হবে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ এবং আইনশৃঙ্খলায়!  দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রীর লাশ উদ্ধার  প্রথমবার হকির যুব বিশ্বকাপে বাংলাদেশ  বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে ভ্রমণ সতর্কতা যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা কাল সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনে হামলা পূর্ব-পরিকল্পিত বলে ধারণা হয়: ফখরুল বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে: প্রণয় ভার্মা 'এক বিজয় করেছো, আরেক বিজয় আসবে’, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা প্রথমবার ট্র্যাভেল পাস নিয়ে সেন্ট মার্টিন গেলেন ৬৫৩ পর্যটক

দুরন্ত টিভিতে দেখা যাবে ‘বোকা ভূত'

#
news image

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হতে চলেছে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'বোকা ভূত'। এই নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে ৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে। এই পরিবারের ছোট ছেলে-মেয়েরা খুব হাসি-আনন্দের মাঝে সময় কাটায়। তারা একটি ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠার রুমে। ক্লাবের নাম 'রয়েল বেঙ্গল ডিফেন্স ক্লাব'। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানা রকম অভিযানমূলক কাজে অংশগ্রহণ করা। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কাণ্ড। নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, সাবিহা জামান, আশনা হাবিব ভাবনা, আয়নুন পুতুল, শাহরিয়ার সজীব, জামিল হোসেন, রাফী হোসেন, ইকবাল হোসেন, এম আই জুয়েল, ঊর্বশী বন্দনা, মহিবুর রহমান রাহিল, মোহাম্মদ আহনাফ জামান, তাহসান সিদ্দিক, মুহাইমিন রিদোয়ান হাকিম, আমিরা নূর মুসকান, মোহাম্মদ আরিয়ান জামান, ইফতেখার বনি, খায়রুল হুদা খানসহ অনেকে। ‘বোকা ভূত’ নাটকটি প্রচারিত হবে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধু দুরন্ত টিভিতে।

প্রভাতী খবর ডেস্ক

৩১ মে, ২০২২,  10:06 PM

news image

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হতে চলেছে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'বোকা ভূত'। এই নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে ৩০ সদস্যের এক বিশাল পরিবারকে ঘিরে। এই পরিবারের ছোট ছেলে-মেয়েরা খুব হাসি-আনন্দের মাঝে সময় কাটায়। তারা একটি ক্লাব গঠন করেছে বাড়ির চিলেকোঠার রুমে। ক্লাবের নাম 'রয়েল বেঙ্গল ডিফেন্স ক্লাব'। ক্লাবের প্রধান কাজ হচ্ছে নানা রকম অভিযানমূলক কাজে অংশগ্রহণ করা। তাদের ঘিরে পরিবারে ঘটতে থাকে মজার মজার কাণ্ড। নাটকটিতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, ফারুক আহমেদ, মৌসুমী নাগ, সাবিহা জামান, আশনা হাবিব ভাবনা, আয়নুন পুতুল, শাহরিয়ার সজীব, জামিল হোসেন, রাফী হোসেন, ইকবাল হোসেন, এম আই জুয়েল, ঊর্বশী বন্দনা, মহিবুর রহমান রাহিল, মোহাম্মদ আহনাফ জামান, তাহসান সিদ্দিক, মুহাইমিন রিদোয়ান হাকিম, আমিরা নূর মুসকান, মোহাম্মদ আরিয়ান জামান, ইফতেখার বনি, খায়রুল হুদা খানসহ অনেকে। ‘বোকা ভূত’ নাটকটি প্রচারিত হবে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধু দুরন্ত টিভিতে।