হজের কোটা পূরণ হয়নি, খোলা থাকছে সার্ভার

#
news image

চলতি বছর হজে যেতে নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। সন্ধ্যা পার হলেও বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা পূরণ হয়নি।

তবে, আনুষ্ঠানিকভাবে সময় শেষ হলেও নিবন্ধন সার্ভার খোলা থাকছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। এরমধ্যে কোটা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার হজ পোর্টালের তথ্যানুযায়ী, এক লাখ ১০ হাজার ৩৪৬ জন নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৬৮৩ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৬৬৩ জন নিবন্ধিত হয়েছেন। এখনো কোটা পূরণে বাকি আছে ১৬ হাজার ৮৫২ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, নিবন্ধন আজকে (বৃহস্পতিবার) রাতেও চলবে। আমরা দেখি কি হয়। আজকে (বৃহস্পতিবার) অনেক বেশি নিবন্ধিত হয়েছেন।

নাগরিক প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৩,  8:53 PM

news image

চলতি বছর হজে যেতে নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। সন্ধ্যা পার হলেও বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা পূরণ হয়নি।

তবে, আনুষ্ঠানিকভাবে সময় শেষ হলেও নিবন্ধন সার্ভার খোলা থাকছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে। এরমধ্যে কোটা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার হজ পোর্টালের তথ্যানুযায়ী, এক লাখ ১০ হাজার ৩৪৬ জন নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৬৮৩ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৬৬৩ জন নিবন্ধিত হয়েছেন। এখনো কোটা পূরণে বাকি আছে ১৬ হাজার ৮৫২ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, নিবন্ধন আজকে (বৃহস্পতিবার) রাতেও চলবে। আমরা দেখি কি হয়। আজকে (বৃহস্পতিবার) অনেক বেশি নিবন্ধিত হয়েছেন।