শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

দুজনকে দেখে মনে হয় দুটা বাচ্চাকে দেখছি: বুবলী

#
news image

সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সম্পর্ক কেমন? মা শবনম বুবলী বলছেন, শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে। বুবলী বাবা-ছেলের সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, ‘সন্তানের জন্য সে (শাকিব) সব সময় সময় বের করার চেষ্টা করে। শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়।

বাবার সঙ্গে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন এগুলো দেখি, আমার মনে হয় দুটা বাচ্চাকে দেখছি। শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।’ সন্তান কার মতো হয়েছে এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘শেহজাদ তাঁর বাবার মত। আমি গল্প শুনেছি... পরিবারের সবাই বলে একদম মাসুদের মত, বাড়িতে উনাকে সবাই মাসুদ ডাকে।’

শ্বশুর-শাশুড়ি অনেক ভাল মনের মানুষ বলেও অনুষ্ঠানে জানিয়েছেন বুবলী। শেহজাদ খান বীরের সাম্প্রতিক কর্মকাণ্ডের গল্পে বুবলী জানিয়েছেন, ‘কার্টুন দেখার সময় অনেক সময় ইউটিউবে আমাদের মুভির গানগুলো চলে আসে তখন সে ড্যাডি-মাম্মি বলে উচ্ছ্বাস করে। তখন আমি তাঁকে মা বলবে বাবা বলবে।’

নাগরিক অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৩,  7:25 PM

news image

সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সম্পর্ক কেমন? মা শবনম বুবলী বলছেন, শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে। বুবলী বাবা-ছেলের সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, ‘সন্তানের জন্য সে (শাকিব) সব সময় সময় বের করার চেষ্টা করে। শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়।

বাবার সঙ্গে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন এগুলো দেখি, আমার মনে হয় দুটা বাচ্চাকে দেখছি। শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।’ সন্তান কার মতো হয়েছে এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘শেহজাদ তাঁর বাবার মত। আমি গল্প শুনেছি... পরিবারের সবাই বলে একদম মাসুদের মত, বাড়িতে উনাকে সবাই মাসুদ ডাকে।’

শ্বশুর-শাশুড়ি অনেক ভাল মনের মানুষ বলেও অনুষ্ঠানে জানিয়েছেন বুবলী। শেহজাদ খান বীরের সাম্প্রতিক কর্মকাণ্ডের গল্পে বুবলী জানিয়েছেন, ‘কার্টুন দেখার সময় অনেক সময় ইউটিউবে আমাদের মুভির গানগুলো চলে আসে তখন সে ড্যাডি-মাম্মি বলে উচ্ছ্বাস করে। তখন আমি তাঁকে মা বলবে বাবা বলবে।’