বাউফলে প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুনী
নাগরিক অনলাইন ডেস্ক
০২ মার্চ, ২০২৩, 8:14 PM
বাউফলে প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুনী
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়ীয়া গ্রামের ইমরান নামের এক যুবককে ভালবেসে ২০১৭ সনের ১লা ডিসেম্ভর বিয়ে করতে ছুটে এসেছিলেন মালয়েশিয়ান তরুনী নিকি উল ফিয়া (২৩)। বাংলাদেশের ম্যারেজ রেজিষ্টি আইন মোতাবেক বিয়ের বয়স না হওয়ায় ১৫ দিন পর ফিরে যান নিকি। দির্ঘ ৫ বছর পর গত সোমবার নিকি আবার ফিরে আসেন ইমরানের কাছে। বুধবার রাত ৮টার দিকে ইসলামের রিতি মোতাবেক ইমরানের বাড়িতেই বিয়ে সম্পন্ন হয় নিকি - ইমরানের। ১০১টাকা দেনমোহরে বিয়ে পড়ান মাওলানা শহিদুল ইসলাম। এরআগে গতকাল পটুয়াথালী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেড আদালতে এফিডেবিডের মাধ্যমে বিয়ের ঘোষনা দেন ইমরান-নিকি। ইমরানের বাড়িতে চলছে বিবাহোত্তর সম্ভর্ধনা। নতুন দম্পত্তিকে এক নজর দেখার জন্য ক্রমেই বাড়ছে উৎসুক জনতার ভীর।
ইমরানের বাবার নাম দেলোয়ার হোসেন, মায়ের নাম বিথি। দু ভাইয়ের মধ্যে ইমরান বড়। ছোট ভাই শান্ত এ বছর এস এসসি পরিক্ষার্থী। ইমরান ¯নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করে।
ইমরান বলেন, ২০১৬ সনে ফেসবুকের মাধ্যমে নিকির সাথে পরিচয়ের সুত্রধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক সৃস্টি হয়। পারিবারিক সিদ্বান্তেই ২০১৭ সনে নিকি ইমরানকে বিয়ে করতে বাংলাদেশে আসেন। তখন নিকি ইমরানের গ্রামের বাড়ি বাউফলের দাশপাড়াতে আসে। তখন নিকির বয়স ২১ না হওয়ার কারণে বিয়ে না করেই নিকি উল ফিয়াকে ফিরে যেতে হয় ইন্দোনেশিয়া। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। নিকির মায়ের নাম স্রয়িানি।
ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, নিকি ২০১৭ সনে ফিরে গেলেও নিকি ও তার পরিবার আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো।ইমরানের মা বলেন, আমি নিকিকে আমার মেয়ে করেই রাখবো। ইমরান নিকি দম্পত্তি বলেন, “আমরা খুবই আনন্দিত, আমাদের জন্য দোয়া করবেন”। ইমরান- নিকির প্রেম ও বিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কোন বিদেশী বিয়ে করতে এসে ফিরে যাওয়ার পর আবার ফিরে আসার ঘটনা বিরল।
নাগরিক অনলাইন ডেস্ক
০২ মার্চ, ২০২৩, 8:14 PM
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়ীয়া গ্রামের ইমরান নামের এক যুবককে ভালবেসে ২০১৭ সনের ১লা ডিসেম্ভর বিয়ে করতে ছুটে এসেছিলেন মালয়েশিয়ান তরুনী নিকি উল ফিয়া (২৩)। বাংলাদেশের ম্যারেজ রেজিষ্টি আইন মোতাবেক বিয়ের বয়স না হওয়ায় ১৫ দিন পর ফিরে যান নিকি। দির্ঘ ৫ বছর পর গত সোমবার নিকি আবার ফিরে আসেন ইমরানের কাছে। বুধবার রাত ৮টার দিকে ইসলামের রিতি মোতাবেক ইমরানের বাড়িতেই বিয়ে সম্পন্ন হয় নিকি - ইমরানের। ১০১টাকা দেনমোহরে বিয়ে পড়ান মাওলানা শহিদুল ইসলাম। এরআগে গতকাল পটুয়াথালী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেড আদালতে এফিডেবিডের মাধ্যমে বিয়ের ঘোষনা দেন ইমরান-নিকি। ইমরানের বাড়িতে চলছে বিবাহোত্তর সম্ভর্ধনা। নতুন দম্পত্তিকে এক নজর দেখার জন্য ক্রমেই বাড়ছে উৎসুক জনতার ভীর।
ইমরানের বাবার নাম দেলোয়ার হোসেন, মায়ের নাম বিথি। দু ভাইয়ের মধ্যে ইমরান বড়। ছোট ভাই শান্ত এ বছর এস এসসি পরিক্ষার্থী। ইমরান ¯নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করে।
ইমরান বলেন, ২০১৬ সনে ফেসবুকের মাধ্যমে নিকির সাথে পরিচয়ের সুত্রধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক সৃস্টি হয়। পারিবারিক সিদ্বান্তেই ২০১৭ সনে নিকি ইমরানকে বিয়ে করতে বাংলাদেশে আসেন। তখন নিকি ইমরানের গ্রামের বাড়ি বাউফলের দাশপাড়াতে আসে। তখন নিকির বয়স ২১ না হওয়ার কারণে বিয়ে না করেই নিকি উল ফিয়াকে ফিরে যেতে হয় ইন্দোনেশিয়া। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। নিকির মায়ের নাম স্রয়িানি।
ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, নিকি ২০১৭ সনে ফিরে গেলেও নিকি ও তার পরিবার আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতো।ইমরানের মা বলেন, আমি নিকিকে আমার মেয়ে করেই রাখবো। ইমরান নিকি দম্পত্তি বলেন, “আমরা খুবই আনন্দিত, আমাদের জন্য দোয়া করবেন”। ইমরান- নিকির প্রেম ও বিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কোন বিদেশী বিয়ে করতে এসে ফিরে যাওয়ার পর আবার ফিরে আসার ঘটনা বিরল।