শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

গ্রিক বিউটি টিপস ৭ টিপস

#
news image

প্রাকৃতিক ও জৌলুসপূর্ণ সৌন্দর্যের জন্য খ্যাত গ্রিস। যুগ যুগ ধরে গ্রিক দেবীদের সৌন্দর্য নিয়ে প্রচলিত হয়ে এসেছে নানা পৌরাণিক কাহিনী। কীভাবে এত সুন্দর থাকে তাদের ত্বক? জেনে নিন সেটাই।

অলিভ অয়েল
গ্রিসের নারীরা রূপচর্চায় খাঁটি অলিভ অয়েল ব্যবহার করেন। নিয়মিত অলিভ অয়েল ম্যাসাজ ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক জৌলুস। এ ছাড়া বেশিরভাগ খাবার রান্নায়ও ব্যবহৃত হয় অলিভ অয়েল।

অরিগানো
খাদ্য তালিকায় এই ভেষজটি বেশিরভাগ সময় রাখেন গ্রিসের সৌন্দর্য সচেতন অধিবাসীরা। অরিগানো তেলও বহুল ব্যবহৃত হয় রূপচর্চায়।

মধু
গ্রিক বিউটি সিক্রেটের অন্যতম হচ্ছে মধু। দুধের সঙ্গে মিশিয়ে মধু ব্যবহার করা হয় রূপচর্চায়। গোসলেও অনেক নারী এই দুধ ব্যবহার করেন।

সি সল্ট
ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে মোটা দানার লবণ বা সি সল্টের রয়েছে জনপ্রিয়তা। সি সল্টের সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করেন সৌন্দর্য সচেতনতা।

টক দই
সূর্যের ক্ষতিকারক রশ্মি যেন ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে না পারে সেজন্য ত্বকে টক দই ব্যবহার করেন গ্রিসের অধিবাসীরা।  

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
হেলদি ডায়েট গ্রিক সৌন্দর্যের অন্যতম রহস্য। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও সামুদ্রিক খাবারের পাশাপাশি ফল ও সবজি খান প্রচুর পরিমাণে।  

নাগরিক ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:47 PM

news image

প্রাকৃতিক ও জৌলুসপূর্ণ সৌন্দর্যের জন্য খ্যাত গ্রিস। যুগ যুগ ধরে গ্রিক দেবীদের সৌন্দর্য নিয়ে প্রচলিত হয়ে এসেছে নানা পৌরাণিক কাহিনী। কীভাবে এত সুন্দর থাকে তাদের ত্বক? জেনে নিন সেটাই।

অলিভ অয়েল
গ্রিসের নারীরা রূপচর্চায় খাঁটি অলিভ অয়েল ব্যবহার করেন। নিয়মিত অলিভ অয়েল ম্যাসাজ ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক জৌলুস। এ ছাড়া বেশিরভাগ খাবার রান্নায়ও ব্যবহৃত হয় অলিভ অয়েল।

অরিগানো
খাদ্য তালিকায় এই ভেষজটি বেশিরভাগ সময় রাখেন গ্রিসের সৌন্দর্য সচেতন অধিবাসীরা। অরিগানো তেলও বহুল ব্যবহৃত হয় রূপচর্চায়।

মধু
গ্রিক বিউটি সিক্রেটের অন্যতম হচ্ছে মধু। দুধের সঙ্গে মিশিয়ে মধু ব্যবহার করা হয় রূপচর্চায়। গোসলেও অনেক নারী এই দুধ ব্যবহার করেন।

সি সল্ট
ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে মোটা দানার লবণ বা সি সল্টের রয়েছে জনপ্রিয়তা। সি সল্টের সঙ্গে সামান্য অলিভ অয়েল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করেন সৌন্দর্য সচেতনতা।

টক দই
সূর্যের ক্ষতিকারক রশ্মি যেন ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে না পারে সেজন্য ত্বকে টক দই ব্যবহার করেন গ্রিসের অধিবাসীরা।  

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
হেলদি ডায়েট গ্রিক সৌন্দর্যের অন্যতম রহস্য। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও সামুদ্রিক খাবারের পাশাপাশি ফল ও সবজি খান প্রচুর পরিমাণে।