শিরোনামঃ
সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফেলানীর নামে গুলশানে সড়ক, সীমান্ত হত্যার প্রতিবাদে ‘ফেলানী এভিনিউ’ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার সব ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা জুড়ীতে অবৈধ বালু উত্তোলন: দুটি নৌকা জব্দ  আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন? প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরই পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের আপিল শুনানি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা করলেন সিইসি শীতে কোনটা ব্যবহার করবেন, গ্লিসারিন নাকি জেলি?

এখনও বেঁচে আছি, মরে যাইনি: সামান্থা

#
news image

আবেগঘন কণ্ঠে সামান্থা বলেছেন, ‘যেমনটা আমার ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, সময় কখনও ভালো যায় আবার কখনও খারাপ যায়। এমন একটা দিন এসেছে মনে হয়েছে আর কোনোদিনও পা ফেলতেই পারব না। কঠিন হবে। কিন্তু যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি ভাবি অনেক কিছু অতিক্রম করে এতদূর এসেছি। আমাকে লড়াই করতে হবে।’ অভিনেত্রী আরও বলেন,’ আমি একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই। অনেক প্রতিবেদনে আমার আমার অসুস্থতাকে জীবনের হুমকি হিসাবে বর্ণনা করা হয়েছে। আমি যে পর্যায়ে আছি, তা জীবনের জন্য হুমকি নয়। আমি এখনও মরে যাইনি। আমার মনে হয় না এই ধরনে অতিরঞ্জিত শিরোনামগুলির খুব প্রয়োজন ছিল।’ ‘যশোদা’র ট্রেলার মুক্তির পরপরই নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অসুস্থতার খবরে দুশ্চিন্তায় পড়ে যান ভক্তরা। ‘যশোদা’-তে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে সামান্থাকে। হরি শংকর এবং হরিশ নারায়ণ পরিচালিত এই সাসপেন্স থ্রিলার মুক্তি পাবে আগামী শুক্রবার।

প্রভাতী খবর ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:37 PM

news image

আবেগঘন কণ্ঠে সামান্থা বলেছেন, ‘যেমনটা আমার ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, সময় কখনও ভালো যায় আবার কখনও খারাপ যায়। এমন একটা দিন এসেছে মনে হয়েছে আর কোনোদিনও পা ফেলতেই পারব না। কঠিন হবে। কিন্তু যখন আমি পিছনে ফিরে তাকাই, আমি ভাবি অনেক কিছু অতিক্রম করে এতদূর এসেছি। আমাকে লড়াই করতে হবে।’ অভিনেত্রী আরও বলেন,’ আমি একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই। অনেক প্রতিবেদনে আমার আমার অসুস্থতাকে জীবনের হুমকি হিসাবে বর্ণনা করা হয়েছে। আমি যে পর্যায়ে আছি, তা জীবনের জন্য হুমকি নয়। আমি এখনও মরে যাইনি। আমার মনে হয় না এই ধরনে অতিরঞ্জিত শিরোনামগুলির খুব প্রয়োজন ছিল।’ ‘যশোদা’র ট্রেলার মুক্তির পরপরই নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অসুস্থতার খবরে দুশ্চিন্তায় পড়ে যান ভক্তরা। ‘যশোদা’-তে একজন সারোগেট মায়ের চরিত্রে দেখা যাবে সামান্থাকে। হরি শংকর এবং হরিশ নারায়ণ পরিচালিত এই সাসপেন্স থ্রিলার মুক্তি পাবে আগামী শুক্রবার।